তপ্ত বালুরাশি আর মরুভূমির দেশ সৌদি আরবে এক বিরল ও বিস্ময়কর ঘটনার সাক্ষী হলো বিশ্ব। দেশটির উত্তরাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকা এখন বরফের সাদা চাদরে ঢাকা। তাবুক ও হাইল প্রদেশের পাহাড়ি অঞ্চলগুলোতে ভারী তুষারপাতের ফলে এক মোহনীয় দৃশ্যের অবতারণা হয়েছে, যার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল।
স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, জর্ডান সীমান্তবর্তী এই অঞ্চলগুলোতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। মূলত পুরো মধ্যপ্রাচ্যজুড়ে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ায় এই দুর্লভ আবহাওয়া পরিস্থিতির তৈরি হয়েছে। তুষারপাতের পাশাপাশি উত্তর সৌদি আরব এবং রিয়াদের কিছু অংশে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়া লক্ষ্য করা গেছে।
অঞ্চলের বাসিন্দারা একে কয়েক দশকের ইতিহাসে প্রথম এবং একেবারেই বিরল ঘটনা বলে অভিহিত করছেন। আগে থেকেই আবহাওয়া বিভাগ শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিলেও মরুভূমির বুকে এমন তুষারপাত দেখে পর্যটক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে প্রশাসন।