সাতক্ষীরা প্রতিনিধি:
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব শিকদারকে গুলি করার ঘটনায় অপরাধীদের সীমান্ত পারাপার রুখতে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২২ ডিসেম্বর) ঘটনার পর থেকেই জেলার ৫৪টি সীমান্ত পয়েন্টে নজরদারি বৃদ্ধির পাশাপাশি টহল ও চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকা সংলগ্ন রাস্তায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন এনসিপির শ্রমিক উইংয়ের বিভাগীয় আহ্বায়ক মো. মোতালেব শিকদার (৪২)। তিনি সোনাডাঙ্গা থানার শেখপাড়া এলাকার বাসিন্দা। এই ঘটনার পরপরই জড়িতরা যাতে সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সেজন্য সাতক্ষীরা সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
নিরাপত্তায় বিজিবির বিশেষ পদক্ষেপ:
সাতক্ষীরা-৩৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর শাদমান সাদিক জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত আরও ২৮টি টহল দল মোতায়েন করা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নতুন করে ৭টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
তিনি আরও জানান, “সীমান্ত দিয়ে কোনো অপরাধী যাতে পারাপার হতে না পারে, সেজন্য আমরা স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছি। সন্দেহভাজন কাউকে দেখা মাত্রই বিজিবিকে তথ্য দিয়ে সহায়তার জন্য অনুরোধ করা হয়েছে।”
সোমবার সন্ধ্যা ৬টায় এক প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে। সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান রোধেও বিজিবি সদস্যরা সজাগ অবস্থানে রয়েছেন।
এদিকে, খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা মোতালেব শিকদারকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালাচ্ছে।