মুখ্যমন্ত্রী বললেন, আসাম ‘স্বয়ংক্রিয়ভাবে’ বাংলাদেশের অংশ হয়ে যাবে, যদি…
Reporter Name
Update Time :
Wednesday, December 24, 2025
63 Time View
মুখ্যমন্ত্রী বললেন, আসাম ‘স্বয়ংক্রিয়ভাবে’ বাংলাদেশের অংশ হয়ে যাবে, যদি…
ভারতের আসাম রাজ্যকে ঘিরে বাংলাদেশ–ভারত সম্পর্কের প্রেক্ষাপটে নতুন করে বিতর্কিত মন্তব্য করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি দাবি করেছেন, আসামে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা যদি আরও ১০ শতাংশ বাড়ে, তাহলে রাজ্যটি ‘স্বয়ংক্রিয়ভাবে’ বাংলাদেশের অংশ হয়ে যাবে। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক সরকারি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিমন্ত বিশ্ব শর্মা এ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমানে আসামের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশই বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ। এই হার যদি আরও ১০ শতাংশ বাড়ে, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘এই বিষয়টি নিয়ে আমি গত পাঁচ বছর ধরে বারবার সতর্ক করে আসছি। কিন্তু বিষয়টি এখনো যথাযথ গুরুত্ব পাচ্ছে না।’
ভারতের আসাম রাজ্যকে ঘিরে বাংলাদেশ–ভারত সম্পর্কের প্রেক্ষাপটে নতুন করে বিতর্কিত মন্তব্য করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি দাবি করেছেন, আসামে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা যদি আরও ১০ শতাংশ বাড়ে, তাহলে রাজ্যটি ‘স্বয়ংক্রিয়ভাবে’ বাংলাদেশের অংশ হয়ে যাবে।
গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক সরকারি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিমন্ত বিশ্ব শর্মা এ মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমানে আসামের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশই বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ। এই হার যদি আরও ১০ শতাংশ বাড়ে, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
মুখ্যমন্ত্রী বলেন, ‘এই বিষয়টি নিয়ে আমি গত পাঁচ বছর ধরে বারবার সতর্ক করে আসছি। কিন্তু বিষয়টি এখনো যথাযথ গুরুত্ব পাচ্ছে না।’