ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেছেন, আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের নিশ্চয়তা না মিলা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। শুক্রবার (২৬ ডিসেম্বর) শাহবাগ মোড়ে অবরোধ চলাকালে এই ঘোষণা দেওয়া হয়। প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রিযাপন করা হবে বলেও তিনি জানান।
ওসমান হাদির ভাই ওমর বিন হাদি অভিযোগ করেছেন, বর্তমান সরকারের হাদি হত্যার বিচারে কোনো আগ্রহ নেই। বিচার না হলে যমুনা ঘেরাও এবং ক্যান্টনমেন্ট এলাকায় লং মার্চের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার ওপর চাপ থাকলে বা দেশের গোয়েন্দা সংস্থা সহযোগিতা না করলে আন্তর্জাতিক তদন্ত সংস্থা যুক্ত করতে হবে।
দুপুরে জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা। মিছিল শাহবাগ মোড়ে পৌঁছে এবং সেখানে অবস্থান কর্মসূচি শুরু করে, যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভে সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষও যোগ দেন।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় বাড়ি ফেরার পথে ওসমান হাদি গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার উন্নতি না হলে তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। আরও উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সবশেষ ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।