বাংলাদেশ জামায়াতে ইসলামী শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠিত করবে। শনিবার ( ২৭ ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সমাবেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের ধরার দাবিতে আয়োজন করা হচ্ছে।
বৈঠকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে সংগঠনের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন।
প্রাথমিকভাবে মহাসমাবেশের স্থান হিসেবে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ নির্ধারণ করা হয়েছিল। তবে পরে স্থান পরিবর্তন করে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা এবং আগামী মহাসমাবেশ সফল করার বিষয়েও আলোচনা করা হয়। দেশের শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানানো হয়েছে।
মহাসমাবেশ সফল করার লক্ষ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অধীনে কয়েকটি সাব কমিটিও কাজ করছে এবং জেলা-উপজেলা পর্যায় থেকে ঢাকায় লোক আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে।