ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবিলম্বে মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া এই দাবি জানান।
ভাসিলি সতর্ক করে বলেন, ওয়াশিংটনের এই ধরনের পদক্ষেপ বিশ্বজুড়ে আবারও নব্য-উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের নতুন যুগের সূচনা করতে পারে।
নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে নেবেনজিয়া ভেনেজুয়েলার নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘সশস্ত্র আগ্রাসন’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ভেনেজুয়েলার ওপর এই আঘাত আসলে আন্তর্জাতিক আইন অমান্য করে শক্তির জোরে মার্কিন আধিপত্য বিস্তারের একটি অশনিসংকেত।
রাশিয়া দাবি করেছে, একটি স্বাধীন রাষ্ট্রের বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অতিদ্রুত মুক্তি দিতে হবে।
রুশ রাষ্ট্রদূত অভিযোগ করেন, ওয়াশিংটন বর্তমানে এমন এক পরিবেশ তৈরি করছে যা মূলত নব্য-উপনিবেশবাদকে উসকে দিচ্ছে। অথচ দক্ষিণ গোলার্ধের দেশগুলো দীর্ঘদিন ধরেই এই সাম্রাজ্যবাদী আচরণের প্রতিবাদ জানিয়ে আসছে। তিনি আরও মন্তব্য করেন, বর্তমান এই পরিস্থিতি পুরো পশ্চিম গোলার্ধের দেশগুলোর জন্যই এক সতর্কবার্তা।
বক্তব্যের শেষ পর্যায়ে পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে নেবেনজিয়া বলেন, যারা ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সমালোচনা করে জাতিসংঘ সনদের দোহাই দেন, ভেনেজুয়েলার ক্ষেত্রে তাদের নীরবতা চরম ভণ্ডামির পরিচয় দেয়। রাশিয়ার মতে, যুক্তরাষ্ট্রের এই ধরনের হস্তক্ষেপমূলক আচরণ আন্তর্জাতিক রাজনীতির স্থিতিশীলতাকে মারাত্মকভাবে নষ্ট করছে।