রাজধানী যাত্রাবাড়ীর মাতুয়াইলে তেলাপোকা মারার ওষুধ খেয়ে আদিবা নামে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন।
তিনি বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
শিশুটির বাবা আব্দুল হাকিম জানান, বিকেল রুমের খানা ডুলিতে রাখা ছিল তেলাপোকা মারার ওষুধ। তার মা কাজে ব্যস্ত ছিল, সে সময় অবুঝ শিশু আদিবা সেখান থেকে তেলাপোকা মারার ওষুধ খেয়ে বমি করতে থাকে। পরে বুঝতে পেরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।
কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাটিয়া পাড়া গ্রামের ভাঙারি দোকানের শ্রমিক আব্দুল হাকিমের একমাত্র মেয়ে আদিবা। বর্তমানে মাতুয়াইল পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত।