২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অধিভুক্ত এবং বস্ত্র অধিদপ্তর কর্তৃক পরিচালিত দেশের ১০টি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে স্নাতক (বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং) ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এ ভর্তি পরীক্ষা মোট ২০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ১০০টি প্রশ্নের জন্য সময় বরাদ্দ থাকবে ১ ঘণ্টা ২০ মিনিট।
বিষয়ভিত্তিক নম্বর বিভাজন নিচে দেওয়া হলো:
গণিত: ৬০ নম্বর
পদার্থবিজ্ঞান: ৬০ নম্বর
রসায়ন: ৬০ নম্বর
ইংরেজি: ২০ নম্বর
বিষয়ভিত্তিক প্রস্তুতির টিপস
পরীক্ষায় ভালো করার জন্য মূল বইয়ের পাশাপাশি বিগত বছরের প্রশ্ন সমাধানের ওপর জোর দেওয়া প্রয়োজন।
গণিত: ম্যাট্রিক্স, ক্যালকুলাস, জটিল সংখ্যা এবং স্থিতিবিদ্যা ও গতিবিদ্যা অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ। প্রতিবছরই সরলরেখা থেকে প্রশ্ন থাকে।
পদার্থবিজ্ঞান: গাণিতিক সমস্যার ওপর বেশি দখল থাকতে হবে।
প্রথম পত্রের ভেক্টর, কাজ-শক্তি ও ক্ষমতা এবং দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা ও স্থির তড়িৎ থেকে বেশি প্রশ্ন আসে।
রসায়ন: পরমাণুর মডেল, ইলেকট্রন বিন্যাস, পর্যায়বৃত্ত ধর্ম ও জৈব রসায়নের মৌলিক অংশগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে।
ইংরেজি: গ্রামারের মৌলিক বিষয় যেমন—Right form of verbs, Preposition, Voice change এবং Synonym-Antonym-এ ভালো দখল থাকলে সহজেই নম্বর তোলা সম্ভব।
সতর্কতা: প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।
পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার নির্ধারিত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী। পরীক্ষার হলে সময় ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। সহজ প্রশ্নগুলোর উত্তর আগে দিয়ে মানসিক চাপমুক্ত থেকে পরীক্ষা শেষ করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।