বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুনকে অপরিচিত নাম্বার থেকে ফোন করে হত্যা, অপহরণের মতো একের পর এক হুমকি দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে মিঠুন বলেছেন, ‘বৃহস্পতিবার রাত ৯ টার পর থেকে হুমকির মাত্রা বৃদ্ধি পেয়েছে। আমরা তো দেশের বিরুদ্ধে কোনো কথা বলিনি, তারপরও কেন এই হুমকি বুঝতে পারছি না। ক্রিকেটার হিসেবে আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলেছি, এটা কি অন্যায়?’
ক্রিকেটারদের নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্যের প্রতিবাদে বুধবার রাতে তার পদত্যাগের দাবিতে খেলা বয়কটের আলটিমেটাম দিয়েছিল কোয়াব।
বৃহস্পতিবার পর্যন্ত বেঁধে দেওয়া সময়ের মধ্যে নাজমুল পদত্যাগ না করায় ক্রিকেটাররা বিপিএলের ম্যাচ বয়কট করেন।
বোর্ড এক অনলাইন সভায় ওই পরিচালকের পদ বহাল রাখলেও বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিয়েছে। এরপরও ক্রিকেটাররা খেলার সিদ্ধান্তে ফেরেননি।
বৃহস্পতিবার রাতে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি কর্মকর্তারা। পরে বৈঠক করে ক্রিকেরদের সঙ্গে। সেই বৈঠকের পরই বিপিএল শুরুর ঘোষণা দেওয়া হয়।