এই মুহূর্তে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না নিউজিল্যান্ড, তবে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স।
জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া এক ভাষণে পিটার্স বলেন:
‘বর্তমানে যুদ্ধ চলছে। হামাস গাজার প্রকৃত শাসক হিসেবে অবস্থান করছে এবং ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্টতা নেই—এমন পরিস্থিতিতে ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে। তাই এ মুহূর্তে নিউজিল্যান্ডের জন্য স্বীকৃতি দেয়াটা যথাযথ সিদ্ধান্ত হবে না।’
পিটার্স আরও জানান, নিউজিল্যান্ড শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাস করে এবং ইসরায়েল ও ফিলিস্তিন—উভয়ের জন্য নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ চায়।
সূত্র: রয়টার্স।