ক্যালিফোর্নিয়ায় স্ত্রী হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ২৫ বছর বয়সী জনাথন রেনটারিয়া। প্রসব-পরবর্তী সময়ে স্ত্রীর ওজন নিয়ে তর্কের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। মাত্র এক মাস বয়সী শিশুকে রেখে অকালে ঝরে গেলেন মা জুন বানিয়ান (৩৭)।
লস অ্যাঞ্জেলসে ঘটেছে এই নৃশংস হত্যাকাণ্ড। অভিযুক্ত রেনটারিয়া স্বীকার করেছেন, স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। আইন পেশায় ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে স্কটল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন জুন বানিয়ান।
পুলিশ জানায়, ১১ সেপ্টেম্বর দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীদের খবরের ভিত্তিতে অ্যাপার্টমেন্টে প্রবেশ করে তারা। সেখানে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে খণ্ডিত মানবদেহ উদ্ধার হয়, পরে সেটি বানিয়ানের বলে শনাক্ত হয়। ধারণা করা হচ্ছে, ৪ সেপ্টেম্বরই তাঁকে হত্যা করা হয়েছিল।
তর্কের পর বানিয়ান ঘর ছাড়ার প্রস্তুতি নিলে রেনটারিয়া তাঁকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর রাতের আঁধারে নবজাতক কন্যাকে নিয়ে শ্বশুরবাড়ি পৌঁছে দেন। পরে ফিরে এসে স্ত্রীর দেহ খণ্ডিত করেন।
ভেনচুরা কাউন্টির একটি মোটেল থেকে রেনটারিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাঁর হাতে আত্মহত্যার চেষ্টার চিহ্ন ছিল। সেখান থেকেই একটি চিঠি উদ্ধার করা হয়, যেখানে তিনি স্ত্রীর হত্যার কথা স্বীকার করেছিলেন।
প্রতিবেশীরা জানান, বানিয়ান প্রায়ই বলতেন তিনি স্বামীর নির্যাতনের শিকার। স্বামী তাঁর চলাফেরা নিয়ন্ত্রণ করতেন এবং প্রায়ই শরীর ও ওজন নিয়ে অপমান করতেন। “সে সবসময়ই তাঁর শরীর নিয়ে খোঁটা দিত,” বলেন প্রতিবেশী আরিয়েল মিলার।
বর্তমানে রেনটারিয়াকে চার মিলিয়ন ডলারের জামিনে আটক রাখা হয়েছে।