এবারের দুর্গাপূজায় ব্যতিক্রমী থিম তুলে ধরে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি। তারা অসুর রূপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মডেল করে মূর্তি উন্মোচন করেছে।
কমিটির ব্যাখ্যা অনুযায়ী, এই ট্রাম্প-আকৃতির অসুরের মাধ্যমে প্রতীকীভাবে ট্রাম্পের বিশ্বাসঘাতকতাকেই দেখানো হয়েছে। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্প প্রশাসনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করেছিলেন। শিল্পী অসীম পাল এই অসুরটি নির্মাণ করেছেন।
বহরমপুর পৌরসভার মেয়র নারু গোপাল মুখার্জির উপস্থিতিতে মূর্তিটি উদ্বোধন করা হয় এবং অল্প সময়ের মধ্যেই এটি বিপুল দর্শক আকর্ষণ করে। ট্রাম্প অসুর দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এর মাধ্যমে বৈশ্বিক রাজনৈতিক ঘটনাবলি কীভাবে স্থানীয় সাংস্কৃতিক চর্চার ভেতরে প্রতিফলিত হয়, সেটিই ফুটে উঠেছে।
উল্লেখযোগ্যভাবে ট্রাম্পকে ভারতীয় সংস্কৃতিতে ফুটয়ে তোলা এটি প্রথম ঘটনা নয়। ২০১৮ সালে দুই দেশের মধ্যে সৌহার্দ্য গড়ে তোলার আশায় তেলেঙ্গানার এক কৃষক ট্রাম্পের উদ্দেশ্যে একটি মন্দির নির্মাণ করেছিলেন।
মূর্তির ব্যাপারে পূজা কমিটির সদস্য প্রতীক বলেন, ‘আমরা এই মূর্তিটি তৈরি করেছি আমাদের ওপর আরোপিত ৫০ শতাংশ শুল্কের প্রতিক্রিয়ায়। আমাদের মোদি, যিনি ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু ভেবেছিলেন, তিনিই বিশ্বাসঘাতকতার শিকার হলেন। সেটিই প্রকাশ করার জন্য আমরা তাকে দৈত্য হিসেবে উপস্থাপন করেছি।’
তিনি আরও যোগ করেন, ‘উদ্বোধনের পর থেকেই আমরা আমাদের স্থানীয় সমাজ ও প্রতিবেশীদের কাছ থেকে প্রবল ও ইতিবাচক সাড়া পাচ্ছি। আমরা তাকে দৈত্য মনে করি, কারণ তিনি ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।’