হিলি প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দরে টানা ৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে বন্ধ রয়েছে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি।
উভয় দেশের ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলা-হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন।
এ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ রোববার থেকে আগামী শুক্রবার ৩ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৪ অক্টোবর থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হবে।
অন্যদিকে, কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরে পানামা ওয়ার হাউজে ট্রাকে পণ্য ওঠা-নামার কাজ চলছে। ব্যবসায়ীদের পক্ষ থেকে ৬ দিন ছুটি ঘোষণা করা হলেও সরকারী ছুটি ছাড়া বন্দরের কার্যক্রম চালু থাকবে।
এদিকে, হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এমনকি বিজয়া দশমীর দিনেও কেউ ভারতে যেতে চাইলে বা ভারত থেকে দেশে আসতে চাইলে আসতে পারবে।