ইসরাইলপন্থি ৬ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
Reporter Name
Update Time :
Saturday, October 4, 2025
62 Time View
ইসরাইলপন্থি ৬ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইসরাইলের সঙ্গে সম্পৃক্ত ছয়জন সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (৪ অক্টোবর) সকালে দেশটির খুজেস্তান প্রদেশে তাদের ফাঁসি দেওয়া হয়। এক প্রতিবেদনে ইরানি সংবাদ সংস্থা মেহের বলছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয়জনই ইহুদিবাদী-শাসন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত এক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নেটওয়ার্কের সদস্য ছিলেন। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সন্ত্রাসীরা চারজন নিরাপত্তা সদস্যকে হত্যাসহ বেশ কয়েকটি সহিংস ঘটনার দায় স্বীকার করেছে। এর মধ্যে খোররামশাহরে একটি বোমা হামলার ঘটনাও রয়েছে। তবে বোমা হামলার ঘটনাটি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ইসরাইলের সঙ্গে সম্পৃক্ত ছয়জন সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (৪ অক্টোবর) সকালে দেশটির খুজেস্তান প্রদেশে তাদের ফাঁসি দেওয়া হয়।
এক প্রতিবেদনে ইরানি সংবাদ সংস্থা মেহের বলছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয়জনই ইহুদিবাদী-শাসন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত এক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নেটওয়ার্কের সদস্য ছিলেন।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সন্ত্রাসীরা চারজন নিরাপত্তা সদস্যকে হত্যাসহ বেশ কয়েকটি সহিংস ঘটনার দায় স্বীকার করেছে। এর মধ্যে খোররামশাহরে একটি বোমা হামলার ঘটনাও রয়েছে।
তবে বোমা হামলার ঘটনাটি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।