কুমিল্লার দেবীদ্বারে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁদের কুমিল্লা আদালতে হাজির করা হয়।
গ্রেপ্তাররা হলেন চান্দিনা পৌর এলাকার বেলাশর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আবুল কালাম (৩০) এবং দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সানারপাড় পশ্চিমপাড়া মেম্বার বাড়ির মৃত হারুন অর রশিদের ছেলে মো. আমির হোসেন রাজু (২৯)।
এদিকে নওগাঁর মান্দায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে গত সোমবার রাতে মান্দা থানায় মামলাটি করেন।
জানা গেছে, মোবাইল ফোনের সূত্র ধরে শাকিল হোসেন নামের এক যুবকের সঙ্গে ওই গৃহবধূর পরিচয় ঘটে। পরিচয়ের সুবাদে গত ২২ সেপ্টেম্বর শাকিল হোসেন বিভিন্ন প্রলোভন দিয়ে ওই গৃহবধূকে দেলুয়াবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ডেকে নিয়ে ধর্ষণ করেন।