শকুনের বাসায় ৬৭৫ বছরের...

সম্প্রতি ‘ইকোলজি’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় তারা এক চমকপ্রদ তথ্য আবিষ্কারের কথা জানান। আপনার...

নিউ ইয়র্কে ১১ বছরের...

গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে আইউইটনেস নিউজ। নিউ ইয়র্কের...

শাপলা প্রতীক ইস্যুতে বিএনপিকে...

ভোটের লড়াইয়ে কেউ শাপলা প্রতীক চাইতেই পারে। কিন্তু সেই ইস্যুতে বিএনপি বা ধানের...

পরকীয়া মজেছেন আবু ত্বহা...

আলোচিত-সমালোচিত ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানকে নিয়ে তার স্ত্রী সাবিকুন নাহার সারা...
Homeআমেরিকার সংবাদ‘কঠিন’ শর্তে ভোটার হলেও প্রার্থী হওয়া যাবে না, পুনর্বিবেচনার আহ্বান এনআইডি কার্যক্রমে...

‘কঠিন’ শর্তে ভোটার হলেও প্রার্থী হওয়া যাবে না, পুনর্বিবেচনার আহ্বান এনআইডি কার্যক্রমে প্রবাসে খুশির জোয়ার

প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ভোটাধিকার। অতীতে রাজনৈতিক সরকাব নিজেদের প্রবাসীবান্ধব দাবি করলেও এসব অধিকার থেকে প্রবাসীদের বঞ্চিত করে আসছিল। তবে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রবাসীদের স্বপ্নপূরণে এগিয়ে এসেছে। বিশ্বের বিভিন্ন দেশে ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রম শুরুর পর যুক্তরাষ্ট্র প্রবাসীরাও এই সুবিধা পেতে শুরু করেছেন। নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূবাতাস থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
তবে, ভোটার হতে পারলেও বর্তমান নাগরিকত্ব আইন বহাল থাকলে বহু প্রবাসী নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। বিশেষ করে যারা বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছেন তারা বর্তমান আইনে প্রার্থী হওয়ার অযোগ্য। এ কারণে এ বিষয়টি পুনর্বিবেচনার দাবি উঠেছে।
এদিকে এনআইডি কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ প্রবাসীদের মধ্যে খুশীর জোয়ার বইছে। তবে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র পেতে যেসব তথ্য প্রমাণ দিতে হবে তা অত্যন্ত ‘কঠিন’ বলে মনে করা হচ্ছে। অনেকে প্রবাসীর অভিযোগ, এসব কাগজপত্র জোগাড় করা অনেকটা দুঃসাধ্য ব্যাপার। এ কারণে বিষয়টি সহজ করার দাবি উঠেছে। প্রবাসীরা বলছেন, বাংলাদেশে জন্ম, এমন যে কারো জন্ম সনদ থাকলেই এনআইডি পাওয়ার অধিকার রাখেন, এমন সুযোগ দেওয়া হোক। দীর্ঘদিন প্রবাসে আছেন এমন অনেক প্রবাসীর বাবা-মা বেঁচে নেই। তাদের বাবা-মায়ের জন্ম সনদও নেই, পাসপোর্ট নেই, সেসব প্রবাসী বাবা-মায়ের জন্মসনদ বা পাসপোর্টের তথ্য কীভাবে দেবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এনআইডির আবেদনে অত্যাবশ্যকীয় বা বাধ্যতামূলক কাগজপত্রের মধ্যে রয়েছে- অনলাইনে ফরম পূরণ, অনলাইন ভেরিফাইড জন্ম নিবন্ধন সনদ, বাংলাদেশি/বিদেশি পাসপোর্টের কপি, পিতা-মাতার এনআইডি অথবা অনলাইন ভেরিফাইড জন্ম বা মৃত্যু সনদ বা ওয়ারিশ সনদ বা বাংলাদেশের নাগরিকত্ব সনদের কপি এবং পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি আপলোড। এছাড়াও আরো প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয়েছে। অন্যান্য কাগজপত্র বাধ্যতামূলক না হলেও এগুলো জমা না দিলে এনআইডি প্রদানে বিলম্ব হতে পারে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
নড়াইল-২ আসন থেকে নির্বাচন করতে আগ্রহী যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ লতিফ সম্রাট এনআইডি কার্যক্রম শুরু হওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ৫৩ বছরের ইতিহাসে বাংলাদেশের রাজনৈতিক সরকার যা পারেনি, অন্তর্বর্তী সরকার তা করে দেখালো। এটি এ সরকারের যুগান্তকারী পদক্ষেপ। তবে এক্ষেত্রে জটিলতা দূর করতে হবে। তিনি বলেন, বিদ্যমান আইনে বিদেশি নাগরিকত্ব গ্রহণকারী কোনো প্রবাসী নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। বর্তমান সরকারের উচিত এই ধারাটি বাতিল করা। তিনি মনে করেন, দ্বৈত নাগরিকত্ব সনদ যাদের আছে এমন প্রবাসীরা নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পেতে পারেন। তা না হলে প্রবাসীরা ভোট দিতে পারবেন, কিন্তু নিতে পারবেন না, তা হতে পারে না। প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে অসামান্য ভূমিকা রাখছেন। দেশের উন্নয়নেও তাদের ব্যাপক অবদান রাখার সুযোগ দেওয়া উচিত।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার নিবন্ধন কার্যক্রমে এখন থেকে প্রবাসীরা কনস্যুলেট থেকেই সরাসরি এনআইডি সংক্রান্ত প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন, যা তাদের দেশে বিভিন্ন সরকারি সুবিধা ও কার্যক্রম সহজে সম্পাদনে সহায়তা করবে। এনআইডি কার্যক্রম শুরু হওয়ায় অনেকেই একে দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন হিসেবে উল্লেখ করে সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ কনুস্যলেট: গত ৩ অক্টোবর শুক্রবার নিউইয়র্কে বাংলাদেশ কনুস্যলেটে এনআইডি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র সফররত নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. মোজাম্মেল হক। এসময় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সমবেতদের উদ্দেশ্যে বলেন, এ কার্যক্রমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের প্রতি সরকারের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আরো জানান, বাংলাদেশের পাসপোর্টধারী এবং আমেরিকায় জন্মগ্রহণকারী ১৮ বছরের অধিক বয়সী (২০০৮ সালের ১ জানুয়ারির আগে জন্মগ্রহণকারি) সন্তানেরাও পাবেন এনআইডি (ন্যাশনাল আইডেন্টিটি কার্ড)। আবেদনের সময় জন্মগত সার্টিফিকেটের (১৭ ডিজিট ক্রমিকের) কপি অথবা নম্বর এবং বাংলাদেশি পাসপোর্টের কপি। এই পাসপোর্টের নাম, জন্ম তারিখ এবং বার্থ সার্টিফিকেটের নাম ও জন্মতারিখে গড়মিল হলে চলবে না। ইতিমধ্যেই যারা বাংলাদেশে আবেদন করেছেন তারা এখান থেকে আর কোনো সুযোগ পাবেন না অর্থাৎ তাদেরকে নতুন করে আবেদনের প্রয়োজন নেই। কারণ, নিউইয়র্ক থেকে শুধুমাত্র নতুন এনআইডি কার্ড ইস্যু করা হবে।
প্রবাসে থেকে প্রাপ্ত এনআইডি কার্ডধারীরা ভোটের সময় বাংলাদেশে থাকলেও ভোট দিতে পারবেন না কিংবা নির্বাচনে প্রার্থী হবার সুযোগও পাবেন না বলে জানান আখতার আহমেদ। তারা শুধুমাত্র ডাকযোগে ভোট দিতে পারবেন।
কনসাল জেনারেল মোজাম্মেল হক‌ তার বক্তব্যে এই সেবা প্রদানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তাছাড়া কমিউনিটির নেতাদের প্রতি নতুন সেবা সম্পর্কে প্রবাসীদের অবহিত করার আহ্বান জানান তিনি।
প্রবাসীরা এখন অনলাইন পোর্টালের (https://services.nidw.gov.bd) মাধ্যমে আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্র ও বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান শাহনেওয়াজ, সভাপতি আতাউর রহমান সেলিম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারি (পররাষ্ট্র বিষয়ক কমিটি) কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, সন্দ্বীপ সোসাইটির সভাপতি ও ফোবানা সেক্রেটারি ফিরোজ আহমেদ, সাবেক চট্টগ্রাম সমিতির সভাপতি কাজী আজম, বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, বিএনপি নেতা আনওয়ারুল ইসলাম আনোয়ার, বিএনপি নেতা এম এ সবুর, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের নেতা জাহাঙ্গির আলম, স্টেট বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আনিসুর রহমান, দেওয়ান কাউসার, ব্যবসায়ী মো. কামরুল ইসলাম সনি প্রমুখ।
বিএনপি, বাংলাদেশ সোসাইটি ও বিভিন্ন সংগঠনের নেতারা প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে এ উদ্যোগকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। এতে যুক্তরাষ্ট্রের প্রবাসীদের দেশে নিজেদের সম্পদ সংক্রান্ত আইনি প্রক্রিয়া সহজ হবে। এছাড়াও প্রবাসীরা ভবিষ্যতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেয়ার ক্ষেত্রেও এই পরিচয়পত্র সহায়ক হবে।

বাংলাদেশ দূতাবাস : ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে এনআইডি কার্ড প্রদানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে গত ৫ অক্টোবর রোববার। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আরো উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল এটিএম আবদুর রউফ মন্ডল। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও ওয়াশিংটন ডিসির বাংলাদেশ কমি‍উনিটির অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ প্রবাসীদের সহজ প্রক্রিয়ার মধ‍্য দিয়ে এনআইডি কার্ড প্রদান করা হবে বলে জানান। যার মধ‍্য দিয়ে প্রথমবারের মত প্রবাসীরা ভোট প্রদান করতে পারবেন। এ সংক্রান্ত যাবতীয় বিষয় ওয়েবসাইটে প্রদান করা হবে।
উল্লেখ্য নিউইয়র্ক, মিয়ামি ও লসঅ‍্যাঞ্জেলসের বাংলাদেশ কনস্যুলেটেও এনআইডি কার্ড প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments