‘রায়পুরে মেঘনা নদীতে মা ইলিশ ধরার উৎসব’ শিরোনামে যুগান্তরে বৃহস্পতিবার সংবাদ প্রকাশ হওয়ার পর নড়েচড়ে বসেছেন প্রশাসন। বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুরের রায়পুর মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুই লাখ ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে মৎস অধিদপ্তর।
কোস্টগার্ড স্টেশনের একটি দলকে সঙ্গে নিয়ে দুই মৎস অফিসার মেঘনা নদীর রায়পুরের ১১ কিলোমিটার রায়পুর ও ভোলার সীমানায় অভিযান চালানো হয়। জব্দকৃত জালের আনুমান বাজারমূল্য প্রায় ১০ লাখ ৩০ হাজার টাকা এবং মাছের মূল্য প্রায় ৪০ হাজার টাকা।
মৎস অফিস জানান, অভিযানের সময় জেলেরা জাল ও মাছ রেখে পালিয়ে যায়। উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল আমিন ও কোস্টগার্ড রায়পুর কন্টিনজেন্ট কমান্ডার মো. হাফিজসহ স্থানীয় গণ্যমাণ্যদের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা মাছ স্থানীয় গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়।
সিনিয়র মৎস কর্মকর্তা রাশেদ হাসান বলেন, যুগান্তরের সংবাদটি আমাদের নজরে এসেছে। লোকবল সংকটের কারণে ৩-৪ দিন সমস্যা দেখা দিয়েছিল। এখন আমরা চারজন ও কোস্টগার্ডের সমন্বয়ে কাজ করা হবে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা (৪ থেকে ২৫ অক্টোবর ২০২৫) চলছে। এই সময়ে ইলিশ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাত করণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময় নদী ও উপকূলে টহল ও নজরদারি রাখা হচ্ছে।