শকুনের বাসায় ৬৭৫ বছরের...

সম্প্রতি ‘ইকোলজি’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় তারা এক চমকপ্রদ তথ্য আবিষ্কারের কথা জানান। আপনার...

নিউ ইয়র্কে ১১ বছরের...

গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে আইউইটনেস নিউজ। নিউ ইয়র্কের...

শাপলা প্রতীক ইস্যুতে বিএনপিকে...

ভোটের লড়াইয়ে কেউ শাপলা প্রতীক চাইতেই পারে। কিন্তু সেই ইস্যুতে বিএনপি বা ধানের...

পরকীয়া মজেছেন আবু ত্বহা...

আলোচিত-সমালোচিত ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানকে নিয়ে তার স্ত্রী সাবিকুন নাহার সারা...
Homeআমেরিকার সংবাদপরীক্ষা ছাড়া অ্যামেরিকায় সিটিজেনশিপ পাবেন কারা?

পরীক্ষা ছাড়া অ্যামেরিকায় সিটিজেনশিপ পাবেন কারা?

যদি ১৫ বছর থাকে লাস্ট ফাইভ ইয়ারসে যদি সিক্সমান্থ ওভারস্টে না করে থাকে উনারা চাইলে এপ্লাই করতে পারে।
অ্যামেরিকায় পরীক্ষা ছাড়া সিটিজেনসিপ পাওয়া সম্ভব কি না এ বিষয়ে টিবিএন২৪ নিউজ নেটওয়ার্কের অনুষ্ঠান দ্য ভিউজে প্রশ্নের উত্তর দিয়েছেন, বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস এর সার্টিফাইড প্যারালিগাল, বেলায়েত হোসেন বেলাল।

আহসান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে অংশ নিয়ে সিটজেনশিপ নিতে ইচ্ছুক ব্যক্তিদের নানা প্রশ্নের জবাব দিয়েছেন জনাব বেলায়েত হোসেন বেলাল।

টেলিফোন এ প্রশ্নকর্তা: আমার মা বাবার বয়স ৬৫ এর উপরে। তারা গ্রীন কার্ডহোল্ডার। বাট তারা এখানে আছে অনেকদিন। ১৫ বছরের বেশি। তারা ইংরেজি ভালোভাবে বলতেও পারে না বুঝতেও পারে না। এখন কি তারা কোনভাবে বিনা পরীক্ষায় সিটিজেনের জন্য আবেদন করতে পারে বা সিটিজেনশিপ নিতে পারে? এ বিষয়ে জানতে চাচ্ছিলাম।

বেলায়েত হোসেন বেলাল: উনি বলছে উনার আব্বা আম্মা এদেশে ১৫ বছর যাবত থাকে। ওকে? যদি ১৫ বছর থাকে লাস্ট ফাইভ ইয়ারসে যদি সিক্সমান্থ ওভারস্টে না করে থাকে উনারা চাইলে এপ্লাই করতে পারে।

বিনা পরীক্ষায় জায়গায় পরীক্ষা হবে। বাট আপনার লাইক ইন জেনারেল আমার আপনার মত না যেহেতু উনারা বয়স্ক মানুষ আইদার মনে রাখতে পারে না অথবা সামহাও উনাদের ক্যাচিং মেমোরাইজ রাখা অর আপনি বললে জিনিসটা বুঝা এবং এন্সার করার সে ক্ষমতা হয়তো ওনাদের নাই।

সে ক্ষেত্রে ইয়েস উনারা বিনা পরীক্ষায় সিটিজেনশিপের এপ্লাই করতে পারবে এবং উনারা সিটিজেনশিপ পাসও করতে পারবে এবং পাসপোর্ট তৈরি করতে পারবেন। অর্থাৎ ৬৫ বছর হলে বেটার রেজাল্ট হয়। যদি তারা ৭০ ৬০ বা ৬০ আপ যদি হয় সাধারণত এদেশে যেটা স্ট্যান্ডার্ড ধরা হয় যে ওনার একটা এজেড এবং সবচেয়ে সিনিয়র সিটিজেন হয়ে যায়।

মানুষের কিন্তু স্মৃতিশক্তি আস্তে আস্তে লোপ পায়। লোপ ইয়াং এজেও পায়। তবে এ বয়সে অনেকটাই হ্রাস হয়। তখন মানুষ মনে রাখতে পারে না তখন মানুষ ভুলে যায়। এক্ষেত্রে অনেকটাই কনসিডার হয় উইদ্যাউট এক্সাম যাকে বলে। এক্সাম যেতে পারে এবং সেটি নিঃসন্দে ডাক্তারের সার্টিফট থাকতে হবে। উনার কি সমস্যা ছিল, উনি কি মেডিসিন নিচ্ছে, কতদিন যাবত মেডিসিন নিচ্ছে, উনার পাস্ট হিস্ট্রি কি ছিল, মেডিসিন উনি জাস্ট এক মাস ধরে নিতেছে দুই মাস ধরে এরকমটা না। ডাক্তার পুরা ডিটেল আছে যে এত বছর যাবত এই ডাক্তারকে উনি দেখাচ্ছে উনার এই জটিলতা আগে থেকেই ছিল সে জটিলতার পরিমাণ ডে বাই ডে বেশি হচ্ছে যে কারণে উনি আর মেমোরাইজ করতে পারে না অথবা যদি যে কমন করা হয় বা যদি জিজ্ঞাসা করে উনি সঠিক উত্তর দিতে পারে না বা উত্তরটা উনি বুঝে না।

সেক্ষেত্রে এই সুযোগটি রয়েছে অর্থাৎ বিশেষ পরিস্থিতিতে এই সুযোগটি রয়েছে তবে বয়স কম হলে কিংবা যারা একেবারে সুস্থ সবল আছেন তাদের ক্ষেত্রে তারা এ সুযোগটি পাবেন না। তাদের ক্ষেত্রে এর রেজাল্ট ভালো আসবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments