সরকারের ‘নিরপেক্ষতা’ নিয়ে প্রশ্ন...

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারের ‘নিরপেক্ষতা’ নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটি...

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায়...

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় আরও ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। মঙ্গলবার (১৪ অক্টোবর)...

ঢাকার পথে প্রধান উপদেষ্টা

দুই দিনের সফর শেষে ইতালি থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান...

দীর্ঘ ৩৫ বছর পর...

দীর্ঘ ৩৫ বছর পর আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ...
Homeজাতীয়ভোট নিয়ে উৎসবের আমেজের সঙ্গে রয়েছে মেঘের ঘনঘটা: নুর

ভোট নিয়ে উৎসবের আমেজের সঙ্গে রয়েছে মেঘের ঘনঘটা: নুর

গণঅধিকার পরিষদ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে যেমন উৎসবের আমেজ রয়েছে, তেমনি রয়েছে মেঘের ঘনঘটাও। তাই জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ও বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালী চৌরাস্তায় জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত এক পথ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এসময় নুর বলেন, অন্তর্বর্তী সরকারে নানা ভুলের মাঝেও তাদের সহযোগিতা করতে হবে। তবে সরকারের মধ্যে থাকা কিছু হঠকারী উপদেষ্টাকে সরানোর যে দাবি আসছে, গণ অধিকার পরিষদ শুরু থেকেই তাকে একমত।

তিনি বলেন, এক সময় দেশে মুজিব কোটের বহুল প্রচলন ছিলো, এখন বর্তমানে গুলিস্তানেও বিক্রি হয়না। এমনকি সাধারণ মানুষও এখন কালো কোট পড়তে ভয় পায়।

নুর সবাইকে সতর্ক করে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামীর নির্বাচন কীভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা যায় সেদিনে আমাদের মনোযোগী হতে হবে। শুধু বাকযুদ্ধ চালালে সেই পরিস্থিতি কারো জন্য ভালো কিছু বয়ে আনবে না।

জেলা গণ অধিকার পরিষদের আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নেতা পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী সহিদুল ইসলাম ফাহিম, কেন্দ্রীয় নেতা পটুয়াখালী-৪ আসনের প্রার্থী রবিউল হাসানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

গত ২৯ আগস্ট ঢাকার কাকরাইলে হামলায় আহত হওয়ার পর সুস্থ হয়ে নুরুল হক নূরের দেড় মাস পরে নিজ নির্বাচনী এলাকায় সফর। জেলা শহর পটুয়াখালীতে সমাবেশ করে তার নির্বাচনী এলাকা দশমিনা-গলাচিপার উদ্দেশে চলে যান। দলীয় সূত্র জানিয়েছে, সেখানে তিনি কয়েকদিন জনসংযোগ করবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments