চবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, অতিরিক্ত...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ নম্বর গেটে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায়...

আফগানিস্তানে বিস্ফোরণে ৫ জন...

আফগানিস্তানের রাজধানী কাবুলে বুধবার (১৫ অক্টোবর) বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত এবং ৩৫ জন...

সেনাবাহিনীর আটক কর্মকর্তাদের বেসামরিক...

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন যেন আর না ঘটে, সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের...

২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের...

এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আজ এক গুরুত্বপূর্ণ ম্যাচে সামোয়াকে হারিয়ে ২০২৬ টি...
Homeরাজনীতিআমি আয়নাঘরে ছিলাম: আমির হামজা

আমি আয়নাঘরে ছিলাম: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আমির হামজা বলেছেন, “আমি আয়না ঘরে ছিলাম, সেটা কতটা কঠিন জায়গা—না থাকলে বোঝানো যাবে না। আয়নাঘর আবার ফিরে আসবে, এটা আমরা মেনে নেব না। আয়নাঘর ফিরে আসবে না, সেই জন্যই আমাদের এই পাঁচ দফা।”

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ায় আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে জেলা জামায়াত ইসলামী।

মানববন্ধনে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম বলেন, “আমরা যে দাবিগুলো নিয়ে মাঠে নেমেছি, সেগুলো কেবল জামায়াতের নয়—৩১ দলের মধ্যে ২৫টি দল কোনো না কোনোভাবে এসব দাবি মেনে নিয়েছে। সরকার যদি এসব দাবি মেনে নিতে গড়িমসি করে, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে আবারও স্বৈরাচার প্রতিষ্ঠা পাবে, তাই এ পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। একই সঙ্গে জুলাই সনদ ঘোষণা ও তা নির্বাচনের আগেই বাস্তবায়নের দাবিও জানান তারা।

বক্তারা আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব।

মানববন্ধনে জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments