রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- রাকসু নির্বাচন আজ। দীর্ঘ ৩৩ বছর পর হতে যাওয়া এ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে সকাল ৯টা থেকে। কেন্দ্রে-কেন্দ্রে চলছে প্রস্তুতি।
এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৩ পদে লড়ছেন ২৪৭ জন প্রার্থী। এরমধ্যে ভিপি পদে ১৮ ও জিএস পদে ১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। ৯টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে ভোট নেয়া হবে বিকেল ৪টা পর্যন্ত। ৯৯০টি বুথে ভোট দিতে পারবেন ভোটাররা।
অপরদিকে, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করতে কাজ করছে প্রায় ২ হাজার ৩শ’ পুলিশ সদস্য। পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র্যাব সদস্যও নিরাপত্তা নিশ্চিতের জন্য মোতায়েন থাকবেন। ভোট গণনা শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে ফলাফল ঘোষণার কথা রয়েছে।