১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, বিএনপি ঘোষিত ৩১ দফা একটি গতিশীল রাষ্ট্র গড়ার জন্য যথার্থ। একটি রাষ্ট্র পরিচালনার জন্য যা দরকার, তা এই ৩১ দফায় আছে।
বুধবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক নাগরিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
লায়ন ফারুক বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। এ দেশের মানুষের দীর্ঘ লড়াই আর সীমাহীন ত্যাগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে তার সরকারের মতো অন্য কোনো সরকারের এমন পলায়ন বিরল। আওয়ামী লীগের এই পলায়ন তাদের কৃতকর্মকে জনতার সামনে অত্যন্ত খোলামেলাভাবে উপস্থাপন করেছে। একই সঙ্গে দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হয়েছে— বিএনপিসহ অন্য বিরোধী রাজনৈতিক দলের ওপর চালানো তাদের নির্মম নির্যাতন-নিপীড়নের বিষয়টি।
তিনি বলেন, ১৯ দফা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেওয়া রাষ্ট্রের মুক্তির দিকনির্দেশনা। তিনি ১৯ দফাতে যেমন শাসনতন্ত্রের মূলনীতি গণতন্ত্রের পথ দেখিয়েছেন, ঠিক তেমনি সমাজতন্ত্রের ভালো যে দিক—সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচারের কথাও বলেছেন। তারই জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামত এবং মানুষের জীবনমান উন্নয়নে দিয়েছেন ৩১ দফা সংস্কার কর্মসূচি। এই ৩১ দফাকে মানুষের কাছে ব্যাপক পরিসরে তুলে ধরতে হবে।
সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ ছাড়া আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল, পিরোজপুর জেলা বিএনপি নেতা আলমগীর হোসেন, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, ঢাকা মহানগর সভাপতি মাইদুল ইসলাম আসাদ প্রমুখ।