ইউরোপিয়ান শীর্ষ লিগগুলোতে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা ও এসি মিলান। রোববার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় ম্যাচগুলো।
লা লিগার ম্যাচে প্রথমার্ধে ভ্যালেন্সিয়ার জালে মাত্র ১ গোল দিতে পারে বার্সেলোনা। ২৯ মিনিটে কাতালান ক্লাবটিকে এগিয়ে দেন ফেরমির লোপেজ। তবে গোল উৎসব শুরু দ্বিতীয়ার্ধে। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন রাফিনিয়া। ৫৬ মিনিটে নিজের দ্বিতীয় আর বার্সার হয়ে তৃতীয় গোলটি করেন ফেরমিন।
ম্যাচের ৬৬তম মিনিটে আবারও ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া গোলের দেখা পেলে ৪-০ গোলে এগিয়ে যায় কাতালান ক্লাবটি। বদলি হিসেবে নেমে লেভানডোভস্কিও যোগ দেন উৎসবে। ৭৬ মিনিটে স্কোর শিটে নাম তোলেন লেভা। আর ৮৬ মিনিটে এই পোলিশ নিজের দ্বিতীয় গোল করলে ৬-০ গোলের বড় জয় পায় বার্সেলোনা। চতুর্থ ম্যাচে তৃতীয় জয়ে টেবিলের দুই নম্বরে হ্যান্সি ফ্লিকের দল।
ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে ছিলো ম্যানচেস্টার ডার্বি। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই তাই কানায় কানায় পূর্ন ছিল ইতিহাদ স্টেডিয়াম। ম্যাচের ১ম মিনিটেই ম্যানইউর ডেরায় আক্রমন চালায় সিটি, অল্পরে জন্য গোল বঞ্চিত হন আরলিং হ্যালান্ড। তবে ১৮ মিনিটে ঠিকই লিড নেয় সিটি। ডকুর দুর্দান্ত ড্রিবলিং আর ক্রসের ফায়দা নিয়ে হেডার গোলে গার্দিওলার দলকে এগিয়ে দেন ফিল ফোর্ডেন।
দ্বিতীয় গোলেরও জোগান দেন জেরেমি ডোকু। ৫৩ মিনিটে এই বেলজিয়ানের পাস থেকে নিখুত ফিনিসিংয়ে সিটিজেনদের ব্যবধান দ্বিগুন করেন হ্যালান্ড। বল পজেশনে আদিপত্য দেখানো ম্যানইউ গোলের সুযোগ তৈরী করেছিলো। কিন্তু ব্রায়ান এমবিউমোর দুর্দান্ত ভলি শট অসাধারণ দক্ষতায় রুখে দেন সিটির নতুন গোলরক্ষক দোন্নারুমা।
৬৮ মিনিটে গতির ঝড় তুলে আবারো ম্যানইউ রক্ষনকে পরাস্থ করেন হ্যালান্ড। দারুন ফিনিসিংয়ে ম্যানসিটির ৩-০ গোলের জয় নিশ্চিত করেন এই নরওয়েজিয়ান। চতুর্থ ম্যাচে, দ্বিতীয় জয়ে টেবিলের ৮ নম্বরে সিটি।
অপরদিকে, ইতালিয়ান লিগের ম্যাচ জয় পেয়েছে এসি মিলান। লুকা মড্রিচের গোলে ব্লোনিয়াকে ১-০ গোলে হারিয়েছে সান সিরোর ক্লাবটি।