পিআর একটি সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান, এ পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ বিভ্রান্তিতে ভুগবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (সোমবার, ১৫ সেপ্টেম্বর) জামিয়া মাদানিয়া বারিধারা’য় ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলামের নেতা মাওলানা এনামুল হাসান ফারুকীর সঙ্গে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা শেষে তিনি এ বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘পরাজিত শক্তির সঙ্গে আঁতাতের রাজনীতি কারও জন্য মঙ্গল হবে না। বরং ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।’
এসময় শাপলা হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে রিজভী বলেন, ‘হেফাজতের নেতাকর্মীদের রক্ত নিয়ে তামাশা করেছিলো শেখ হাসিনা।’
অপপ্রচার, গণহত্যা দিয়ে মুসলমানদের দমানো যাবে না বলে মন্তব্য করেন তিনি।