December 1, 2025, 9:14 pm
Title :
বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, একদিনেই ৪ লাখ টাকা জরিমানা আদায় প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, স্থগিত বার্ষিক পরীক্ষা যে কারণে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করতে হয়েছিল ভারতের বিশ্বকাপ জয়ের নায়িকার নকল ঘি-এর বিজ্ঞাপনে অংশ নিয়ে বিপাকে অভিনেতা এজাজ সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি: অনেক প্রতিষ্ঠানে হচ্ছে না বার্ষিক পরীক্ষা সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের জেলা আমির জনগণের সঙ্গে নয়, ইউনূস ‘আঁতাত’ করেছেন আন্তর্জাতিক শক্তির সঙ্গে: ফরহাদ মজহার মানিকগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ল জুলাই স্মৃতিস্তম্ভ ‘কোনো প্রশ্ন নেই, রোহিত-কোহলি বিশ্বকাপের জায়গা নিশ্চিত করেছে’ লেবার এমপি টিউলিপের কারাদণ্ডের খবর ব্রিটিশ গণমাধ্যমে

মোটা হওয়ায় যাত্রীকে তুলতে অস্বীকৃতি উবার চালকের!

Reporter Name
  • Update Time : Monday, November 3, 2025
  • 20 Time View

চিকিৎসকের কাছে যাওয়ার জন্য রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের একটি গাড়ি ডেকে হয়রানির শিকার হয়েছেন গেমিং প্ল্যাটফর্ম টুইচের জনপ্রিয় স্ট্রিমার মাইকেল। উবার চালক তাকে ‘অতিরিক্ত মোটা’ হওয়ার কারণে গাড়িতে তুলতে অস্বীকৃতি জানিয়েছেন বলে অভিযোগ করেছেন। যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মাইকেল কল অব ডিউটি গেমপ্লের জন্য পরিচিত। টুইচে তার ৬০ হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেছেন মাইকেল। ভিডিওর শিরোনামে তিনি লিখেছেন, ‘আমি আপনাদের সাথে মজা করছি না। আমার উবার চালক বলেছেন, আমি নাকি অনেক বেশি মোটা। তাই তার গাড়িতে আমাকে নেয়া সম্ভব নয়। এমনকি তিনি আমার দিকে বন্দুক তাক করার হুমকিও দিয়েছেন।’ মাইকেলের ওই ভিডিও পাঁচ কোটিবারের বেশি দেখা হয়েছে।

ভিডিওতে মাইকেলকে উবারের গাড়িচালককে বলতে দেখা যায়, ‘আপনি বললেন, আমি নাকি অনেক বেশি মোটা। আমি কিন্তু আপনার ভিডিও করছি।’ উত্তরে উবার চালক নারী বলেন, ‘এটা যুক্তি আর বাস্তবতার ব্যাপার। আর আমি এটা বলার অধিকার রাখি।’ কিন্তু বাক্যটি শেষ করার আগেই মাইকেল তাঁকে থামিয়ে দিয়ে বলেন, ‘না, আপনি এটা বলতে পারেন না।’ তখন ওই নারী হাত উঁচিয়ে বলেন, ‘হ্যাঁ, আমি পারি। এটা আমার গাড়ি। আপনি এখান থেকে চলে যান।’

একপর্যায়ে ওই উবার চালক বলেন, ‘আপনি কি চান, আমি আমার বন্দুকটা বের করি?’ এরপর মাইকেল গাড়ির দরজা বন্ধ করে সেখান থেকে চলে যান। এক্সে দেয়া অন্য একটি পোস্টে মাইকেল বলেন, এ ঘটনার কারণে তিনি সেদিন চিকিৎসকের কাছে যেতে পারেননি।

উবারের নীতি অনুযায়ী, চালকেরা বৈধ কারণ ছাড়া কোনো যাত্রীকে গাড়িতে তুলতে অস্বীকৃতি জানাতে পারবেন না। ওজন, লিঙ্গ, বর্ণ কিংবা ধর্মের ভিত্তিতে কোনো যাত্রীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা সম্পূর্ণ নিষেধ।

এ প্রসঙ্গে উবারের একজন মুখপাত্র নিউইয়র্ক পোস্টকে বলেন, কোম্পানি ওই চালকের প্ল্যাটফর্মে প্রবেশাধিকার বাতিল করেছে। তিনি আরও বলেন, উবার অ্যাপ ব্যবহার করার সময় প্রত্যেকেরই স্বাগত, নিরাপদ এবং সম্মানিত বোধ করার অধিকার রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com