উপস্থিত জনতা গানটির সঙ্গে জোরে জোরে উল্লাস প্রকাশ করে।
নিউ ইয়র্কবাসী মঙ্গলবার ৩৪ বছর বয়সী বামপন্থী জোরান মামদানিকে তাদের পরবর্তী মেয়র হিসেবে নির্বাচিত করেছেন। সবচেয়ে কম বয়সী এবং প্রথম মুসলিম মেয়র হিসেবে ইতিহাস তৈরি গড়েছেন এই সোশ্যালিস্ট নেতা।
জয়ের পর মামদানি তার সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন। অবিচল সমর্থনের জন্য তিনি সমর্থকদের পাশাপাশি তার বাবা-মা এবং স্ত্রীর প্রতি ধন্যবাদ জানান।
বক্তৃতায় মামদানি ভারতীয় প্রয়াত নেতা জওহরলাল নেহেরুর একটি প্রতীকী উদ্ধৃতি উল্লেখ করে বলেন, ‘একটি মুহূর্ত আসে, কিন্তু ইতিহাসে খুব কমই।’ বিজয়ী ভাষণ শেষ করার পর তার স্ত্রী রমা দুওয়াজি মঞ্চে তার সঙ্গে যোগ দেন। সে সময় ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে বলিউডের জইনপ্রিয় গান ‘ধুম মাচালে’।
সমর্থকরা যখন তাদের ফোন নাড়িয়ে এবং টর্চলাইট জ্বালিয়ে অনুষ্ঠানস্থল আলোকিত করছিলেন, তখন “ধুম মাচালে’’ গানটি উৎসবমুখরভাবে বাজছিল।
উপস্থিত জনতা গানটির সঙ্গে জোরে জোরে উল্লাস প্রকাশ করে।
এই মুহূর্তটি অনেকের কাছে নতুন যুগের সূচনা হিসেবে মনে হয়েছে এবং নেটিজেনরা অনলাইনে দ্রুত তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
একজন এক্সে লেখেন, ‘আমরা কীভাবে এমন একজন ‘দেশি’ নিউ ইয়র্ক সিটির মেয়রকে ঘৃণা করতে পারি।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘পৃথিবীকে সুস্থ করার জন্য আমাদের এই মানুষটিরই প্রয়োজন।’
এক ব্যবহারকারী লিখেছেন, ‘জোরান ধুম মাচালে গানটি বাজালেন? আমি কখনও স্বপ্নেও ভাবিনি যে আমি এমন কিছু দেখব, অসাধারণ।’
মামদানি তার বক্তৃতায় বলেন, ‘এটা তোমাদের সকলের জন্য… ১০০,০০০-এরও বেশি স্বেচ্ছাসেবকের কারণে এই অভিযান একটি অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে। তোমাদের জন্যই আমরা এই শহরকে এমন একটি জায়গায় পরিণত করব যেখানে শ্রমজীবী মানুষ আবার ভালোবাসতে এবং সুখে বসবাস করতে পারবে।’