বান্দরবানে ৬ এতিম শিশুর...

বান্দরবানে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের ছয়জন এতিম শিশুর লেখাপড়ার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। সশস্ত্র সন্ত্রাসীদের...

গুলিবিদ্ধ বিএনপি প্রার্থীকে দেখতে...

চট্টগ্রামের হামজারবাগে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে দেখতে...

ডেমরা থানা বিএনপির কমিটি...

ডেমরা থানা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এসএম সেলিম রেজা আহ্বায়ক...

দাসদের খাবার থেকে রাজকীয়...

হাজার বছরেরও বেশি সময় ধরে রসুন শুধু রান্নার স্বাদ বাড়াতে নয়; বরং ওষুধ...
Homeজাতীয়ইডেন কলেজে সংকট নিরসনে ‘অপরাজেয়’র স্মারকলিপি প্রদান

ইডেন কলেজে সংকট নিরসনে ‘অপরাজেয়’র স্মারকলিপি প্রদান

ইডেন মহিলা কলেজের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘অপরাজেয়’ কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কাছে কলেজের বিভিন্ন সংকট নিয়ে স্মারকলিপি প্রদান করেছে।

বুধবার (৫ নভেম্বর) এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে সংগঠনটি উল্লেখ করে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্রীদের অনেকেই পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতা মোকাবিলা করে উচ্চশিক্ষা নিতে ইডেন কলেজে ভর্তি হয়। কিন্তু কলেজের চিকিৎসা সুবিধা, দোকান ও ক্যান্টিনে অতিরিক্ত মূল্য, এবং সার্বিক অব্যবস্থাপনা শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশকে কঠিন করে তুলছে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, কলেজে মেডিকেল সেন্টার থাকলেও সেখানে নিয়মিত চিকিৎসক, প্রয়োজনীয় ওষুধ ও কাউন্সিলিং সেবা নেই। সম্প্রতি কলেজের পুকুরে দুই শিক্ষার্থী ডুবে গেলে মেডিকেল সেন্টারের দায়িত্বপ্রাপ্তরা জরুরি চিকিৎসা দিতে ব্যর্থ হন। এমন ঘটনার উল্লেখও স্মারকলিপিতে করা হয়।

এ ছাড়া, ক্যান্টিন, মুদি দোকান ও কম্পিউটার দোকানগুলোতে সিন্ডিকেট করে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ তোলা হয়। সংগঠনের দাবি, এসব দোকান শিক্ষার্থীদের স্বার্থে অলাভজনক হওয়ার কথা থাকলেও বাস্তবে সেখানে পণ্যের দাম গায়ের লেবেলের চেয়ে বেশি রাখা হচ্ছে। অনেক সময় শিক্ষার্থীরা আপত্তি জানালে তাদের সঙ্গে দোকানদাররা অশোভন আচরণও করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কলেজে কোনো ফার্মেসি না থাকায় মেয়েদের সামান্য ওষুধ কিনতেও বাইরে যেতে হয়। দোকানদাররা নিত্যপ্রয়োজনীয় ওষুধ বিক্রি করলেও দাম বাইরের তুলনায় বেশি রাখছেন।

সংগঠনটি এইসব সংকটের সমাধানে কলেজ প্রশাসনের কাছে কয়েকটি দাবি উত্থাপন করেছে। দাবিগুলো হলো- মেডিকেল সেন্টারে নিয়মিত চিকিৎসা সেবা ও কাউন্সিলিংয়ের ব্যবস্থা নিশ্চিত করা, প্রয়োজনীয় ওষুধসম্বলিত একটি ফার্মেসি স্থাপন ও ফার্মাসিস্ট নিয়োগ, সব ক্যান্টিনে একক মূল্য নির্ধারণ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা, কম্পিউটার দোকানগুলোর পণ্য ও সেবার মূল্য শিক্ষার্থীবান্ধব করা ও কলেজ লাইব্রেরির সময় রাত ৮টা পর্যন্ত বাড়ানো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments