বিরোধী দলে গেলেও মানবিক ও কল্যাণমূলক কাজে অংশ নেওয়ার অঙ্গীকার করেছে জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, দেশের কল্যাণে প্রত্যেকটি ভালো কাজে জামায়াত অংশ নেবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপির দিকে ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান বলেন, “একটি বন্ধু সংগঠন বলেছে, তারা ক্ষমতায় গেলে জামায়াত ছাড়া সবাইকে নিয়ে সরকার গঠন করবে। কিন্তু আল্লাহ যদি আমাদেরকে জনগণের ভালোবাসায় নির্বাচিত করেন, আমরা তাদেরকেও সঙ্গে নিয়ে দেশ গঠন করব।”
তিনি আরও বলেন, “যদি আল্লাহর ইচ্ছায় আমাদের বিরোধী দলে বসতে হয়, আমরা তাদের আশ্বস্ত করছি—প্রত্যেক মানবিক ও ভালো কাজে আমরা তাদের কর্মী হয়ে কাজ করব। এতে আমাদের কোনো আপত্তি থাকবে না। তবে তারা যদি সরকারে গিয়ে পুরোনো কায়দায় উল্টাপাল্টা কিছু করে, আগে ব্যক্তিগতভাবে বলব ‘এটা ছেড়ে দিন’। যদি সংশোধন না হয়, তাহলে যেমন আগে আন্দোলন করেছি, ভবিষ্যতেও ছাড় দেওয়া হবে না।”
জামায়াত আমির আরও বলেন, দল ও ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত হতে দেওয়া হবে না। “আমাদের স্বার্থের আগে বাংলাদেশ। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব,” যোগ করেন তিনি।