রাজনৈতিক জীবনের ইতি টানলেন আলোচিত ও প্রভাবশালী মার্কিন নারী রাজনীতিবিদ ন্যান্সি পেলোসি। এক ভিডিওবার্তায় অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক এই হাউস স্পিকার।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক ভিডিও বার্তায় পেলোসি বলেন, ২০২৭ সালের জানুয়ারিতে তার মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি। খবর নিউ ইয়র্ক টাইমসের।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রতিনিধি পরিষদের প্রথম নারী স্পিকার ছিলেন ন্যান্সি পেলোসি। ২০০৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভে (প্রতিনিধি পরিষদ) ডেমোক্রেট দলকে একাধারে নেতৃত্ব দিয়ে গেছেন তিনি। বর্ণাঢ্যময় রাজনৈতিক ক্যারিয়ারে ধীরে ধীরে দেশটির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এই নেত্রী। পরিচিতি লাভ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে।
১৯৮৭ সালে সান ফ্রান্সিসকো থেকে প্রথমবারের মতো কংগ্রেসে নির্বাচিত হন ন্যান্সি পেলোসি।