January 15, 2026, 9:16 pm

সুপার টাইফুন ‘ফাং-ওং’র তাণ্ডব

Reporter Name
  • Update Time : Monday, November 10, 2025
  • 93 Time View

ঘূর্ণিঝড় কালমায়েগির আঘাতের রেশ কাটতে না কাটতেই সুপার টাইফুনফাং-ওংআঘাত হেনেছে ফিলিপাইনের মধ্যপূর্বাঞ্চলেভয়াবহ এই ঘূর্ণিঝড় আঘাত হানার পর ইতোমধ্যে দুই জনের মৃত্যু হয়েছে

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির সবচেয়ে জনবহুল দ্বীপ লুজনের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের কারণে বিকল হয়ে পড়া বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সুপার টাইফুনের প্রভাবে অরোরা প্রদেশে ভূমিধ্বসের শঙ্কা করা হচ্ছে।

এজন্য অঞ্চলটি থেকে দশ লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।ফিলিপাইন কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮৫ কিলোমিটার বেগে বাতাস এবং ২৩০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া নিয়ে ইতোমধ্যেই লুজনের অনেক অংশে ফাং-ওং-এর তাণ্ডব শুরু হয়েছে।

এর ফলে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে।উত্তর লুজন ছাড়াও অঞ্চলটির আরও অনেক এলাকায় সর্বোচ্চ এবং দ্বিতীয় সর্বোচ্চ ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য রাজধানী ম্যানিলার বাইকল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়েছে।

দেশটিতে সাধারণত প্রতি বছর প্রায় ২০টি ঝড় আঘাত হানে। তবে এবার ২১তম ঝড় আঘাত হানায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com