January 15, 2026, 5:16 pm
Title :
সব দায়িত্ব থেকে পরিচালক নাজমুলকে অব্যাহতি দিচ্ছে বিসিবি ‘গুলি এবার ফস্কাবে না’, ট্রাম্পকে খুনের হুমকি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা চলছে: পররাষ্ট্র উপদেষ্টা ৮০ হাজার কোটি ডলার চায় ইউক্রেন, হাঙ্গেরির প্রধানমন্ত্রী বললেন—‘টাকা গাছে ধরে না’ সংস্কারের সবচেয়ে বড় ম্যান্ডেট জুলাই গণঅভ্যুত্থান: আলী রীয়াজ নিরাপত্তা নাকি খনিজ সম্পদ, কেন গ্রিনল্যান্ড দ্বীপটি পেতে মরিয়া ট্রাম্প? গণঅধিকার পরিষদের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকের বৈঠক নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে : উপদেষ্টা রিজওয়ানা হাসান ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে অভিযান চালাবে যুক্তরাষ্ট্র? ক্ষমতায় গেলেও শরিয়াহ আইন বাস্তবায়ন হবে না

ব্যালটের জন্য ইসিকে ৯১৫ টন কাগজ দিচ্ছে কেপিএম

Reporter Name
  • Update Time : Tuesday, November 11, 2025
  • 90 Time View

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপার হিসেবে ব্যবহারের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) ৯১৫ টন কাগজ সরবরাহ করছে রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত রাষ্ট্রায়ত্ব কাগজকল কর্ণফুলী পেপার মিলস (কেপিএম)।

ইসি চার ধরনের রঙিন কাগজের চাহিদাপত্র দিয়েছে কেপিএমকে। ইতোমধ্যে চাহিদার ১৭৮ টন কাগজ সরবরাহ করা হয়েছে। সামনের বছর জানুয়ারির মধ্যেই চাহিদার সবগুলো কাগজ ধাপে ধাপে উৎপাদন করে সরবরাহ করা হবে বলে জানান কেপিএম ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্লাহ্।

তিনি জানান, চলতি অর্থবছরে নির্বাচন কমিশন থেকে ৯১৫ টন রঙিন (সবুজ, গোলাপি, এজুরলেইড) ও বাদামি সালফেট কাগজের চাহিদাপত্র পাওয়া যায়। এসব কাগজের বাজারমূল্য ১১ কোটি টাকার বেশি। বর্তমানে ইসির চাহিদার কাগজ সরবরাহ চলমান রয়েছে। যথাসময়ের মধ্যে চাহিদার সব কাগজ সরবরাহ দেওয়া সম্ভব হবে।

কেপিএম ব্যবস্থাপনা পরিচালক জানান, ২০২৫-২০২৬ অর্থবছরে কেপিএমের কাগজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩ হাজার ৫০০ টন। যার মূল্য প্রায় ৪০-৪৫ কোটি টাকা। অক্টোবর পর্যন্ত উৎপাদিত হয়েছে ১০৯৩ টন কাগজ। বর্তমানে কারখানার উৎপাদন চলমান রয়েছে। উৎপাদন অনুযায়ী নির্বাচন কমিশনসহ বাংলাদেশ স্টেশনারি অফিস (বিএসও), বিভিন্ন বোর্ড, বিশ্ববিদ্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৯০০ টন কাগজ সরবরাহের চাহিদাপত্র পাওয়া গেছে। এসব কাগজের মূল্য প্রায় সাড়ে ৩৭ কোটি টাকা। চাহিদার মধ্যে ৮ নভেম্বর পর্যন্ত সরবরাহ দেওয়া হয়েছে ৯২৩ টন কাগজ।

উল্লেখ্য, ১৯৫৩ সালে ৬৮ একর জায়গার ওপর কারখানা এবং ৪৩১ একর জায়গায় আবাসিক ব্যবস্থাপনা গড়ে তোলে এশিয়ার বৃহত্তম কাগজকল কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) স্থাপিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com