কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের সহধর্মিনী আনোয়ারা আহমেদ আর নেই। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।
তোফায়েল আহমেদের একমাত্র মেয়ে ডা. তসলিমা আহমেদ জামান মুন্নী গতকাল রাতে তার মায়ের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি সমকালকে জানান, গত তিন দিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটায় তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে, বর্ষীয়ান জননেতা তোফায়েল আহমেদ স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে বেশ কিছুদিন ধরে এক রকম চলৎশক্তিহীন ও নির্বাক অবস্থায় রয়েছেন। স্কয়ার হাসপাতালেই তার চিকিৎসা চলছে। তার স্ত্রী আনোয়ারা আহমেদ অসুস্থ হলে তাকেও একই হাসপাতালে স্বামীর বেডের পাশের বেডে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছিল।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। আজ শুক্রবার বাদ জুমা ভোলা সদরের বাংলাবাজার ফাতেমা খানম জামে মসজিদে জানাজা শেষে কোড়ালিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।