ট্রাম্পকে আহ্বান জেলেনস্কির ‘গাজার...

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন ইউক্রেন যুদ্ধের অবসান...

নির্বাচনে কত সেনা মোতায়েন...

মাঠে এখন যে পরিমাণ সেনা সদস্য মোতায়েন আছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এর...

শকুনের বাসায় ৬৭৫ বছরের...

সম্প্রতি ‘ইকোলজি’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় তারা এক চমকপ্রদ তথ্য আবিষ্কারের কথা জানান। আপনার...

নিউ ইয়র্কে ১১ বছরের...

গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে আইউইটনেস নিউজ। নিউ ইয়র্কের...
Homeসারাদেশনাটোরে ভুল চিকিৎসার প্রাথমিক সত্যতা পাওয়ায় এক বেসরকারী হাসপাতাল বন্ধের নির্দেশ

নাটোরে ভুল চিকিৎসার প্রাথমিক সত্যতা পাওয়ায় এক বেসরকারী হাসপাতাল বন্ধের নির্দেশ

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

ভুল চিকিৎসার প্রাথমিক সত্যতা পেয়ে নাটোরে একটি বেসরকারী হাসপাতালের মালিককে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল প্রকার চিকিৎসা সেবা বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে শহরের কানাইখালীতে অবস্থিত আল-হেরা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে উপস্থিত হয়ে এই নির্দেশনা দেন তিনি।

জেলা সিভিল সার্জন ডাঃ মুক্তাদির আরেফীন জানান, গত ২৭ জুলাই নাটোরের একডালা নারায়নপুরের বাসিন্দা গামের্ন্টস কর্মী মানিক মিয়া শহরের কানাইখালীর আল-হেরা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে তলপেটে ব্যাথা নিয়ে ভর্তি হন। ঐ দিনই হাসপাতালটির মালিক ডা. শামিম উদ্দিন এক সহযোগী নিয়ে তার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করেন।

সপ্তাহখানেক রোগীকে হাসপাতালে ভর্তি রাখা হয়। এর মধ্যে রোগীর অবস্থা সংকটাপন্ন হলে রোগীর স্বজনরা রোগীকে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে আল-হেরা হাসপাতালটির ভুল চিকিৎসার বিষয়টি ধরা পড়ে। তখন থেকেই মানিক মিয়া সহায় সম্বল বিক্রি করে চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল চিকিৎসার বিষয়টি লেখার কারণে রোগীর স্বজনদের হুমকি ধামকিও দেন ডা. শামিম উদ্দিন। পরবর্তীতে রোগীর স্বজনদের কাছ থেকে লিখিত অভিযোগ ও ভুল চিকিৎসার প্রাথমিক সত্যতা মেলায় সিভিল সার্জন ড. মুক্তাদির আরেফিন আল-হেরা হাসপাতারটির চিকিৎসা সেবা বন্ধের নির্দেশ দেন।

এদিকে নাটোর ক্লিনিক মালিক এ্যাসোসিয়েশনের নেতারা রোগীর জন্য ১০ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন এবং আল-হেরা হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে হাসপাতালটির মালিক ডা. শামিম উদ্দিনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি সাক্ষাতে কথা বলবেন বলে জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments