তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ
Reporter Name
Update Time :
Tuesday, December 2, 2025
58 Time View
তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ
নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (১ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সপ্তাহিক এই বৈঠকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে সাংবাদিকরা জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের স্থায়ী কমিটির বৈঠকে বিভিন্ন বিষয়, রাজনৈতিক, নির্বাচন, নির্বাচনের প্রচারণার কৌশল নির্ধারণে আলোচনা করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয়ে আলোচনা হয়েছে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘তিনি শিগগিরই দেশে আসবেন, ইনশাহআল্লাহ।’
নিউজ ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সপ্তাহিক এই বৈঠকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠক শেষে সাংবাদিকরা জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের স্থায়ী কমিটির বৈঠকে বিভিন্ন বিষয়, রাজনৈতিক, নির্বাচন, নির্বাচনের প্রচারণার কৌশল নির্ধারণে আলোচনা করেছি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয়ে আলোচনা হয়েছে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘তিনি শিগগিরই দেশে আসবেন, ইনশাহআল্লাহ।’