ভোট দেখতে দেশি পর্যবেক্ষক সংস্থার আবেদনের সময় ১০ দিন
Reporter Name
Update Time :
Friday, December 12, 2025
69 Time View
ভোট দেখতে দেশি পর্যবেক্ষক সংস্থার আবেদনের সময় ১০ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে দেশি পর্যবেক্ষকদের আবেদনের জন্য ১০ দিন সময় দিল নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের এই তথ্য জানান ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক। তিনি জানান, পর্যবেক্ষক সংস্থা নির্বাচনের সময়সূচি জারি হওয়ার ১০ দিনের মধ্যে কোন এলাকা বা এলাকাসমূহে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক তা উল্লেখ করে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে। বর্তমানে ইসিতে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাটি ৮১। এদিকে রাত সাড়ে ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। একইসময় রিটার্নিং কর্মকর্তা নিয়োগেরও প্রজ্ঞাপন জারি করে ইসি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে দেশি পর্যবেক্ষকদের আবেদনের জন্য ১০ দিন সময় দিল নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের এই তথ্য জানান ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক।
তিনি জানান, পর্যবেক্ষক সংস্থা নির্বাচনের সময়সূচি জারি হওয়ার ১০ দিনের মধ্যে কোন এলাকা বা এলাকাসমূহে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক তা উল্লেখ করে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে।
বর্তমানে ইসিতে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাটি ৮১।
এদিকে রাত সাড়ে ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। একইসময় রিটার্নিং কর্মকর্তা নিয়োগেরও প্রজ্ঞাপন জারি করে ইসি।