গত বছরের আগস্টে আওয়ামী সরকারের পতনের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া গতকাল দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। নির্বাচনকে সামনে রেখেই তার এই সিদ্ধান্ত, নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টা হয়েছেন আসিফ নজরুল।
আসিফ মাহমুদের ঘাড়ে ছিল স্থানীয় সরকার উপদেষ্টার দায়িত্বও। দীর্ঘ ১৬ মাস এই পদে কাজ করেছেন তিনি। ক্রিকেটে অবদানের জন্য বিসিবি তাকে ধন্যবাদ জানিয়েছে। এক বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘গুরুত্বপূর্ণ সময়ে তিনি নির্দেশনা দিয়েছেন। এটা যেমন অবকাঠামো শক্তিশালী করা, সাংগঠনিক জটিলতা দূরীকরণ, তেমনি আত্মবিশ্বাসের সঙ্গে বোর্ডের এগিয়ে চলা নিশ্চিতকরণও।’
যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদের শূন্যস্থান পূরণ করেছেন আসিফ নজরুল, আজ তাকে এই দায়িত্ব দেয়া হয়েছে। নজরুল এতদিন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন। আলাদা এক বিজ্ঞপ্তিতে বিসিবি তাকে অভিনন্দন জানিয়েছে।
মাসখানেক আগে কূটনীতিকদের বিপক্ষে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলেছিল উপদেষ্টা দল। সেই ম্যাচে আসিফ নজরুল খেলেছিলেন। বাংলাদেশের খেলা নিয়ে অতীতে ফেসবুকে তাকে টুকটাক লেখতেও দেখা গেছে। বিসিবি মনে করছে, খেলার প্রতি তার খাঁটি আগ্রহ রয়েছে।
বুলবুল বলেন, ‘আমরা তার সর্বাত্মক সাফল্য কামনা করি। জনসাধারণের সঙ্গে পরিচিতি এবং খেলাধুলার প্রতি তার দীর্ঘস্থায়ী উৎসাহ আমাদের বিশ্বাস করতে বাধ্য করে যে তিনি এই খাতকে শক্তিশালী করার ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা পালন করবেন। বাংলাদেশ ক্রিকেট স্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে, এবং আমরা আশা করি প্রতিটি স্তরে উচ্চতর মান অর্জনের লক্ষ্যে তিনি আমাদের পাশে দাঁড়াবেন।’