নিউজ ডেস্ক:
নোয়াখালীর সেনবাগে বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন বাহারের (৫০) বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে উপসহকারী পরিচালক মো. জাহেদ আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মোহাম্মদ আনোয়ার হোসেন বাহার সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামের বারিক হাফেজ বাড়ির সন্তান। তিনি ২০১৬ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত মোহাম্মদ আনোয়ার হোসেন বাহার দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তার অর্জিত সম্পদের তথ্য গোপন করেছেন এবং আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিক হয়েছেন। তিনি ভবন নির্মাণে ১০ লাখ ৭৭ হাজার ১৩২ টাকার তথ্য গোপন করেছেন, যা দুদক আইন ২০০৪-এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। দুদকের অনুসন্ধানে দেখা যায়, ২০২১-২২ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ মোট অর্জিত সম্পদের পরিমাণ ৬৭ লাখ ৭৫ হাজার ৭৯৯ টাকা। এর বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের (বৈধ উৎস) পরিমাণ পাওয়া যায় ২৯ লাখ ৩০ হাজার ৯৭০ টাকা।
আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলানোর পর তার ৩৮ লাখ ৪৪ হাজার ৮২৯ টাকার সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। দুদক অভিযোগ এনেছে যে, এই সম্পদ তিনি অসাধু উপায়ে অর্জন করে নিজের ভোগদখলে রেখেছেন, যা দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
দুদকের কোর্ট পরিদর্শক মো. ইদ্রিস বিষয়টি নিশ্চিত করেন।