বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মেঘনা নদী তীরবর্তী এলাকার অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় এবং তাঁর স্মৃতি স্মরণে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
রবিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের নবাব মিয়ার বাজার সংলগ্ন সরাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক রাজিব হায়দারের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি সম্পন্ন হয়।
বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন দারুসুন্নাত মডেল মাদ্রাসার শিক্ষক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ইউসুফ আল আসলামী। এছাড়া আরও উপস্থিত ছিলেন নবাব মিয়ার হাট বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মো. নাজির, বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ উদ্দিন আব্বাস, জাফর এবং প্রবাসী মামুন কাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের আয়োজক রাজিব হায়দার বলেন, “মানুষ মানুষের জন্য—এই মূলমন্ত্রকে ধারণ করেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই সমাজে একটি ইনসাফভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, যেখানে কোনো মানুষ অবহেলিত থাকবে না। মরহুম শরীফ ওসমান হাদির আদর্শকে ধারণ করে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।”
মাওলানা ইউসুফ আল আসলামী তাঁর বক্তব্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “তীব্র শীতে নদী তীরবর্তী মানুষগুলো খুব কষ্টে আছে। আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব।”
সবশেষে মরহুম শরীফ ওসমান হাদির রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।