January 15, 2026, 10:14 pm

ইরানি জনগণের পাশে আছে ইসরায়েল : নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : Sunday, January 4, 2026
  • 32 Time View

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভের মাঝে তার দেশ ইরানি জনগণের পাশে রয়েছে।

সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে রবিবার তিনি বলেন, ‘স্বাধীনতা, মুক্তি ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষায় ইরানি জনগণের সংগ্রামের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি।’

নেতানিয়াহু আরো বলেন, ‘খুব সম্ভবত আমরা এমন এক মুহূর্তে দাঁড়িয়ে আছি, যখন ইরানের জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতে তুলে নিচ্ছে।’ তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

ইরানে বিক্ষোভ শুরু হয়েছিল গত রবিবার, যখন দোকানদাররা অর্থনৈতিক সমস্যার প্রতিবাদে ধর্মঘটে যান। এরপর তা বিস্তৃত হয়ে রাজনৈতিক দাবিতে রূপ নেয়।

দুই চিরশত্রু রাষ্ট্র ইসরায়েল ও ইরান গত বছর ১২ দিনের যুদ্ধে জড়িয়ে পড়ে। ইরানের পারমাণবিক স্থাপনা ও আবাসিক এলাকায় ইসরায়েলের বিমান হামলার জবাবে তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সীমিত হামলায় যোগ দেয় এবং শেষে যুদ্ধবিরতি হয়।

নেতানিয়াহু রবিবার তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কথা বলেন। তিনি জানান, তার সাম্প্রতিক সরকারি সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘একদিকে শূন্যমাত্রার সমৃদ্ধকরণ নীতি এবং অন্যদিকে ইরানের ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ করে স্থাপনাগুলোকে কঠোর ও প্রকৃত তদারকির আওতায় আনার প্রয়োজনীয়তা—এই যৌথ অবস্থান আমরা পুনর্ব্যক্ত করেছি।’

সরকারি তথ্য ও সংবাদমাধ্যমের খবরে দেখা গেছে, এখন পর্যন্ত অন্তত ৪০টি শহরে—বেশির ভাগই দেশের পশ্চিমাংশে—বিক্ষোভ হয়েছে।

সরকারি ইরানি তথ্যের ভিত্তিতে তৈরি প্রতিবেদন অনুযায়ী, অন্তত ১২ জন নিহত হয়েছে, যার মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com