January 15, 2026, 8:37 pm

এখনো যখন রাস্তায় বের হলে মানুষ জিজ্ঞেস করে যে ভাই নির্বাচন কি হবে কি না?: আসিফ মাহমুদ

Reporter Name
  • Update Time : Wednesday, January 7, 2026
  • 24 Time View

বর্তমান নির্বাচন কমিশনের ওপর সম্পূর্ণ আস্থা রাখতে পারছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিষয়টি জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বর্তমান ইসি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে কি না এমন প্রশ্নের জবাবে আসিফ বলেন, “নির্বাচনের পরের দিন বলতে পারবো, এই কমিশন কতটুকু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারলো। তবে এখন পর্যন্ত আমরা যেই লক্ষণগুলো দেখেছি, যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে বলেন কিংবা এখন পর্যন্ত আমরা দেখি, আচরণবিধি অনেক জায়গায় লঙ্ঘিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় পোস্টার ঝুলছে যেটা স্পষ্টভাবেই এখন করার সুযোগ নেই। বিভিন্ন অনুষ্ঠানের প্রধান অতিথি হচ্ছে প্রার্থীরা যেটা স্পষ্টভাবে নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন। এখন পর্যন্ত আমরা সম্পূর্ণ আস্থা রাখতে পারছি না। আমরা তাদেরকে ক্রিটিক্যালি দেখছি।”

সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর এনসিপির এই শীর্ষ নেতা বলেন, “নির্বাচনকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই হতাশাজনক। তফসিলের পরের দিনই আমরা দেখেছি জামিনে বের হওয়া একজন চিহ্নিত আসামির হাতে আমাদের একজন সহযোদ্ধা শহীদ হয়েছেন। এর ফলেই নির্বাচন নিয়ে শঙ্কাটা মানুষের মনে আরও বেশি তৈরি হয়েছে। এখন পর্যন্ত আমরা নির্বাচনকেন্দ্রিক দৃশ্যমান আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও লক্ষ্য করতে পারছি না। আগে যেরকম ছিল সেরকমই দেখা যাচ্ছে। ইসিকে আমরা এই কনসার্নটা জানিয়েছি।”

সাবেক এই উপদেষ্টা বলেন, “অনেক এলাকাতেই এখনো সশস্ত্র ও চিহ্নিত সন্ত্রাসীরা খোলা আসমানের নিচে ঘুরে বেড়াচ্ছে। তাদের জেলখানার বাইরে রেখে কোনোভাবে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব না। এর বাইরেও আমরা লক্ষ্য করেছি, কিছু জায়গায় জুলাই গণ-অভ্যুত্থানে হত্যা মামলার আসামিদেরও মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে।”

বিভিন্ন সরকারি কর্মকর্তারা ও গোয়েন্দা সংস্থার প্রধানগণ একটা পার্টি অফিসের দিকে তাদের কেবলা ঠিক করে ফেলেছেন দাবি করে এনসিপির মুখপাত্র বলেন, ‘সাম্প্রতিক একটি দলের চেয়ারপারসন দেশে এসেছেন। আমাদের পার্টির পক্ষ থেকেও স্বাগত জানিয়েছি। আমরা দেখলাম, বিভিন্ন সরকারি কর্মকর্তারা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা একটা পার্টি অফিসের দিকে তাদের কেবলা ঠিক করে ফেলেছেন। তারা সেখানে নিয়মিত যাচ্ছেন। আমরা মনে করছি, এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ ও অশনি সংকেত।

“আমরা বিগত সময়ে যেই প্র্যাকটিসগুলো দেখে এসেছিলাম সেগুলো আবারও দেখা যাচ্ছে। সেগুলো আবারো মাথা চাড়া দিয়ে উঠছে। আমরা সবসময়ই দেখেছি প্রশাসনের ঝোঁক থাকে ক্ষমতাসীনদের প্রতি। কিন্তু, ক্ষমতাসীন হওয়ার আগেই এ ধরণের ধৃষ্টতা আমরা কোনোভাবেই মেনে নেব না।”

কোন গোয়েন্দা সংস্থার প্রধান একটা দলের প্রধানের সঙ্গে দেখা করেছে জানতে চাইলে এনসিপি মুখপাত্র বলেন, ‘এনএসআইয়ের প্রধান একটা দলের প্রধানের সঙ্গে পার্টি অফিসে গিয়ে সাক্ষাৎ করেছেন। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সাক্ষাতের বিষয় থাকলে সেটা যে কোনও রাজনৈতিক দলের সঙ্গে গোয়েন্দা সংস্থার প্রধানরা হয়তো সাক্ষাৎ করতে পারেন। কিন্তু, পার্টি অফিসে যাওয়াটা আমাদের জন্য অশনি সংকেত। সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, এটাও নিয়ম বহির্ভূত। নির্বাচন ও ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে জনগণের মধ্যে একটা শঙ্কা তৈরি করছে।”

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “সেখানে যারা গিয়েছেন তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে এবং এটা জনগণের কাছে নিশ্চিত করা। জনগণের ভোটাধিকার দেওয়ার জন্য এখনো সুযোগ বাকি আছে, কোনও সেটেলমেন্ট হয়ে যায় নাই। এই কনফিডেন্সটা আপনাদেরই (ইসি) আনতে হবে। এখনো যখন রাস্তায় বের হই মানুষ জিজ্ঞেস করে যে ভাই নির্বাচন কি হবে কি না।”

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল প্রসঙ্গে সাবেক এই উপদেষ্টা বলেন, “আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আপিলে কোনো ধরণের পক্ষপাতিত্ব প্রেফারেন্স এবং কোনো ধরণের বড় দলের প্রতি দুর্বলতা দেখতে চাই না। নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার আসবে, যেটা আমরা বিগত ১৭ বছর দেখিনি।”

জাতীয় পার্টিকে নির্বাচনে চায় না এনসিপি, এমনটা উল্লেখ করে সজীব ভুঁইয়া বলেন, “তাদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে এক ধরণের কনসার্ন ছিল। আমরা চাই না, ফ্যাসিবাদের যারা দোষর আছেন এবং বিগত ফ্যাসিবাদকে যারা বিভিন্ন উপায়ে বৈধতা দিয়েছেন তারা এই নির্বাচনে অংশ না নিতে পারে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com