কক্সবাজারের নবাগত পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমান বলেছেন, ‘নির্বাচনে পুলিশ অন্যতম প্রধান স্টেকহোল্ডার। সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে সরকার আমাকে নতুন দায়িত্ব দিয়েছে। কক্সবাজারের চারটি আসনে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য আমরা বদ্ধপরিকর।’
সোমবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ মডেল থানায় পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এএনএম সাজেদুর রহমান বলেন, ‘এবারের নির্বাচন হবে ভয়হীন, শঙ্কামুক্ত। অতীতের সব রেকর্ড ভেঙে একটি প্রশংসনীয় নির্বাচন উপহার দিতে চাই। তপসিল ঘোষণা হলে অস্ত্রের ঝনঝনানি নিজে থেকেই কমে যাবে। অস্ত্রধারীদের ধরতে ইতোমধ্যে পুরস্কার ঘোষণা করা হয়েছে। তাই নির্বাচনে কোনো ধরনের অস্ত্রের প্রভাব থাকতে দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘মানুষ এবার ভোটাধিকার প্রয়োগে আগ্রহী। অতীতে ভোট দিতে না পারার যে ক্ষোভ ছিল, এবার তা কাটিয়ে জনগণ নির্বাচনের প্রতি আগ্রহী হয়েছে। তাই নিজেরাই নিজেদের ভোটের উৎসব নষ্ট করবে না। আমরা শুধু নিরাপদ পরিবেশ তৈরি করে দিতে চাই, বাকি কাজ জনগণ করবে।’
অপহরণ ও মানবপাচারে পুলিশের সম্পৃক্ততা প্রসঙ্গে এসপি বলেন, ‘এ ধরনের ঘটনায় কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে সেটা অত্যন্ত লজ্জাজনক। ৫ আগস্টের পর এসব অনৈতিক সম্পৃক্ততা আরও দুঃখজনক, কারণ আগস্টের চেতনা এমন নয়। টেকনাফ সীমান্ত একটা অপরাধ প্রবণতা এলাকা। তাই রাতারাতি এসব বন্ধ করা সম্ভব না। তবে জনগণ সহায়তা করলে, সবার প্রচেষ্টায় আমরা সীমান্ত অপরাধ রোধ করার চেষ্টা করবো।’
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রকিবুল হাসান এবং টেকনাফ মডেল থানার নবাগত ওসি সাইফুল ইসলাম প্রমুখ।