January 16, 2026, 1:35 am

জুলাই অভ্যুত্থানের প্রজন্ম ভারতের সঙ্গে স্বার্থের কম্প্রোমাইজ আর মেনে নেবে না: মুস্তাফিজকে বাতিলের প্রতিবাদে ফুয়াদ

Reporter Name
  • Update Time : Monday, January 5, 2026
  • 27 Time View

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়ার পর ক্রিকেট মহলে বিতর্কের ঝড় উঠেছে। এই সিদ্ধান্তকে ‘খেলার ওপর রাজনীতির প্রভাব’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এবার সেই বিতর্কে যোগ দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কঠোর সমালোচনা করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

গণমাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘বিষয়টা যদিও ক্রিকেট, তবুও আসলে বিষয়টা ক্রিকেট না। বিষয়টা আসলে পলিটিক্যাল। এবং শুধু এই প্রশ্নে না, অনেক প্রশ্নে সেটা পেঁয়াজ বিক্রি হোক বা আমদানি-রপ্তানির ক্ষেত্রে অথবা ভিসা বন্ধ করে দেয়া হোক। ভারতের হাসপাতালগুলিতে বাংলাদেশি রোগী যাওয়া না যাওয়ার প্রশ্ন হোক, প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে, কোয়েশ্চন অব পলিটিক্স। এবং এই পলিটিক্সের কোয়েশ্চনে আমরা দেখেছি যে ভারত গত ১৪-১৫ মাস থেকে যতটুকু লেসন লার্ন করা দরকার ছিল, সে পর্যাপ্ত শিক্ষা নেয় নাই। যে সবগুলো ডিম এক বাক্সে, এক ঝুড়িতে রাখার ফল কি হতে পারে সেটা থেকে তারা কোনো শিক্ষা নেয় নাই।

এবি পার্টির সাধারণ সম্পাদক আরও বলেন, আমরা বারবার বলেছি যে, প্রাতিষ্ঠানিক সম্পর্ক তৈরি করা দরকার। বাংলাদেশ ও ভারতের সঙ্গে সম্পর্কটা জনবান্ধব হওয়া দরকার। জনগণ থেকে জনগণ হওয়া দরকার। অধীনতামূলক কোনো সম্পর্ক আগামী দিনের বাংলাদেশ মেনে নেবে না। যে সরকারই আসকু, যে চুক্তিতেই আপনি আনেন না কেন, আপনি যদি মনে করে থাকেন, আগামী দিনে সবকিছু নিয়ন্ত্রণে থাকবে সে বাংলাদেশ আপনারা দেখবেন না।

তিনি বলেন, অতএব, দিল্লিকে আমরা আহ্বান করছি, দয়া করে আপনারা কমন সেন্সে ফিরে আসুন। রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যে সম্পর্ক সে সম্মান, মর্যাদার সম্পর্ক আমরা চাই। আপনার স্বার্থ-সার্বভৌমত্ব যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং সম্মান করি, আমার স্বার্থ-সার্বভৌমত্বকেও আপনার সম্মান করতে হবে। আমার সার্বভৌমত্বকে আপনি সম্মান করবেন না, আমার রাজনীতি নির্বাচনে আপনি ইন্টারফেয়ার করবেন, আর আপনি আশা করবেন, শতভাগ আপনার সিদ্ধান্ত মাথা পেতে নেবে? ওই দিন শেষ হয়ে গেছে। এই দিন আর ফিরবে না।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হতে হবে মর্যাদার সম্পর্ক, সম্মানের সম্পর্ক। আপনাদের সার্বভৌমত্বের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে। এটাকে মেনে নিয়েই বলছি জাতীয় স্বার্থে বাংলাদেশের তরুণ প্রজন্ম, জুলাই অভ্যুত্থানের প্রজন্ম স্বার্থের কম্প্রোমাইজ আর মেনে নেবে না। এবং আমরা চাই এটাই যেন সম্পর্কের ভিত্তি হয়। মুস্তাফিজুর রহমান এই জায়গারই একটি ক্ষুদ্র অনুষঙ্গ মাত্র।’

উল্লেখ্য, আইপিএলের মিনি নিলামে বাংলাদেশিদের মধ্যে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু নিলামের পর থেকেই কেকেআর মালিক শাহরুখ খান কট্টরপন্থীদের তোপের মুখে পড়েন। বিজেপি নেতা সঙ্গীত সোম প্রকাশ্যে শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ বলে আক্রমণ করেন এবং ধর্মীয় নেতা দেবকীনন্দন ঠাকুরও কড়া সমালোচনা করেন। অভিযোগ তোলা হয়, বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির মধ্যেও কেন একজন বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেয়া হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com