‘ডেভিল হান্ট-২’ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ ও এক ইউপি চেয়ারম্যানসহ সিলেটে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- ৭ নাম্বার ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তুহিন আহমদ (৪০), যুবলীগ কর্মী আহমেদ হোসেন মুন্না (৩১), ৩ নাম্বার খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারা মিয়া (৬৪), আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ আলী বলি, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কামাল হোসেন (৫৬), মো. ইয়াহিয়া (৪২), সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি দিলোয়ার হোসেন (৪৫), বিজিতলাল উজ্জল ওরফে নিধিররঞ্জন (৩৫) ও নুরুল ইসলাম (৬০)। এছাড়া বিশ্বনাথ থেকে একজন।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতাররা জিআর, বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের মামলা এবং পেনাল কোডভুক্ত মামলার সন্দেহভাজন আসামি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।