বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার প্রেক্ষাপটে দেওয়া মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েছেন তামিম ইকবাল। তার বক্তব্যের পর বিসিবি পরিচালক এম. নাজমুল ইসলাম ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে তিনি তামিমকে ‘ভারতের দালাল’ বলে উল্লেখ করেন। এই মন্তব্য ঘিরেও দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
শুক্রবার (৯ জানুয়ারি) পুরো দিন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন, শামসুর রহমান ও তাসকিন আহমেদসহ একাধিক খেলোয়াড় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান জানান। এবার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ক্রিকেটারদের স্বার্থ রক্ষা করাই তাদের সংগঠনের মূল লক্ষ্য। তিনি অভিযোগ করেন, খেলোয়াড়দের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথা বললেই তা ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে।
এর আগে এক অনুষ্ঠানে তামিম ইকবাল বলেন, ‘দর্শকরা আবেগের বশে অনেক কিছু বলতে পারেন, তবে সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগ নয়, ভবিষ্যতের কথা বিবেচনায় রাখতে হবে।’
তার ভাষ্যমতে, আজকের একটি সিদ্ধান্ত আগামী ১০ বছরে বাংলাদেশের ক্রিকেট ও খেলোয়াড়দের ওপর কী প্রভাব ফেলবে, সেটি ভেবেই বড় কোনো সংস্থাকে সিদ্ধান্ত নিতে হয়।
তামিম আরও বলেন, যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, দেশের ক্রিকেটের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা ভবিষ্যতে ক্রিকেটকে সংকটে ফেলতে পারে।