January 17, 2026, 11:03 am
Title :
নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত, প্রতিবেদন জমা ২১ জানুয়ারি প্রার্থিতা হারালেন ১৭ জন ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘরের ই-টিকেটিং সেবা চালু গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের ১২ ফেব্রুয়ারির নির্বাচন খুবই ‘ক্রিটিক্যাল’: অর্থ উপদেষ্টা আ.লীগ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকারকে বেছে নেবে: নুর উত্তরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে জামায়াত আমির ১২ তারিখের ভোটে প্রতিশ্রুতি আছে, কিন্তু আস্থা নেই: রুহিন হোসেন প্রিন্স ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার প্রতি শোক জানাতে হবে: শফিক রেহমান ইরান ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে মোসাদ প্রধান

‘নিজেরা নিজেদের অফিস ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীদের দায় দিচ্ছে’

Reporter Name
  • Update Time : Saturday, December 6, 2025
  • 56 Time View

লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নেতাকর্মীরা নিজেরা নিজেদের অফিস ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ করেছে রামগতি উপজেলা বিএনপি।

জেএসডি নেতাকর্মীদের অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে শনিবার (৬ ডিসেম্বর) বিকালে পালটা জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে রামগতি উপজেলা বিএনপি।

লিখিত বক্তব্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা আল আমিন বলেন, বিএনপির কোনো নেতাকর্মী জেএসডির অফিস ভাঙচুর বা তাদের কোনো নেতাকর্মীকে মারধর করেনি। জেএসডি তাদের অফিস ভাঙচুর করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, এমনকি আমাদের যেসব নেতাকর্মীদের নামে অফিস ভাঙচুরের অভিযোগ ছাপানো হয়েছে, ওই সমস্ত নেতারা একই সময়ে অন্য একটি দলীয় মিটিংয়ে উপস্থিত ছিলেন। তারা উদ্দেশ্যমূলকভাবে একটি পরিস্থিতি সৃষ্টি করে শান্ত বিএনপি নেতাকর্মীদের উত্তেজিত করতেই এমন ন্যক্কারজনক ঘটনার জন্ম দিয়েছেন।

তিনি বলেন, ১৯৯৬ সালে মাত্র একটি আসনের জন্য বিএনপি সরকার গঠন করতে পারেনি। সেদিন আ স ম আবদুর রব আওয়ামী লীগকে সমর্থন করার কারণে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। এছাড়া ১৮ নির্বাচনে বিএনপি জোটসঙ্গী বিবেচনায় আ স ম আবদুর রবকে মনোনয়ন দিয়েছিল। ওই নির্বাচনে বিএনপির অসংখ্য নেতাকর্মী আহত হয়েছিলেন, রব সাহেব কারো খোঁজ নেননি, বরং ভোটের আগেই ঢাকা চলে গিয়েছিলেন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত কিছুদিন ধরে রামগতি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরাফ উদ্দীন আজাদ সোহেলসহ বেশকয়েকজন আওয়ামী লীগ নেতাকে সঙ্গে নিয়ে জেএসডি নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও স্থানীয় সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যঙ্গ বিদ্রুপ ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বক্তব্য দিয়ে আসছেন। আমাদের নেতাকর্মীরা দলের হাইকমান্ডের নির্দেশনা মেনে শান্তিশৃঙ্খলা বজায় রেখে দলীয় কার্যক্রম চালিয়ে আসছে। অথচ মিথ্যা কল্পকাহিনী তৈরি করে বিএনপির বিরুদ্ধে জেএসডি নেতাকর্মীরা অপপ্রচার করছে বলে লিখিত বক্তব্যে আরও তুলে ধরা হয়। এ সময় জেএসডির মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মূর্তজা আল আমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক শিবলী নোমান, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ শিব্বীর, উপজেলা ছাত্রদল সভাপতি ইরাজ মাহমুদ বাবুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে দুপুরে স্থানীয় আলেকজান্ডার বাজারে নিজ দলীয় কার্যালয়ে পৃথক সংবাদ সম্মেলন করে জেএসডি।

সংবাদ সম্মেলনে জেএসডির রামগতি উপজেলা সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু লিখিত বক্তব্যে বলেন, সোমবার (৮ ডিসেম্বর) জেএসডি ও গণতন্ত্র মঞ্চের আয়োজনে রামগতিতে একটি জনসভা হওয়ার কথা রয়েছে। ওই জনসভায় আ স ম আবদুর রব, তার স্ত্রী তানিয়া রব ও জোটের অন্যান্য নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে। ৮ তারিখের জনসভা সফল করার জন্য আমাদের সর্বস্তরের নেতাকর্মীরা যখন ব্যস্ত, ঠিক ওই মুহূর্তে শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিনের নির্দেশে বিএনপি নেতা তানভীর আহাম্মদ জুয়েল, শিবলি নোমান, শাহ শিব্বির, ইরাজ ও হান্নানের নেতৃত্বে বড়খেরী ইউনিয়ন কার্যালয়ে ঢুকে ওই ইউনিয়ন জেএসডি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ কয়েকজন নেতাকর্মীকে মারধর করে হামলা চালিয়ে দলীয় অফিস ভাঙচুর করা হয়। এমনকি জনসভা প্রতিরোধে ওইদিন বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে বিএনপি। এতে জনসভা সফল হওয়া নিয়ে চরম উদ্বেগ উৎকণ্ঠার কথা জানান জেএসডি নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা জেএসডির সভাপতি মো. গিয়াস উদ্দিন, সহ-সভাপতি আবুল হাসনাত চৌধুরি মেহদীসহ একাধিক নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com