পেঁয়াজ আমদানিতে নতুন সীমা: প্রতিদিন সর্বোচ্চ ১,৫০০ টন আসতে পারে
Reporter Name
Update Time :
Sunday, December 7, 2025
53 Time View
পেঁয়াজ আমদানিতে নতুন সীমা: প্রতিদিন সর্বোচ্চ ১,৫০০ টন আসতে পারে
পেঁয়াজের বাজার সহনীয় রাখতে সরকার ৭ ডিসেম্বর থেকে সীমিত আকারে নতুন করে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার কৃষি মন্ত্রণালয়ের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন সর্বোচ্চ ৫০টি আমদানি অনুমতি (আইপি) ইস্যু করা হবে এবং প্রতিটি আইপি দিয়ে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানি করা যাবে। এতে করে প্রতিদিন সর্বোচ্চ ১,৫০০ টন পেঁয়াজ আমদানির সুযোগ সৃষ্টি হচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে, ১ আগস্ট ২০২৫ থেকে এ পর্যন্ত যারা আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন, শুধু তারাই পুনরায় আবেদন করতে পারবেন। একজন আমদানিকারক মাত্র একবার আবেদন করার সুযোগ পাবেন। বাজারের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ...
পেঁয়াজের বাজার সহনীয় রাখতে সরকার ৭ ডিসেম্বর থেকে সীমিত আকারে নতুন করে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার কৃষি মন্ত্রণালয়ের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন সর্বোচ্চ ৫০টি আমদানি অনুমতি (আইপি) ইস্যু করা হবে এবং প্রতিটি আইপি দিয়ে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানি করা যাবে।
এতে করে প্রতিদিন সর্বোচ্চ ১,৫০০ টন পেঁয়াজ আমদানির সুযোগ সৃষ্টি হচ্ছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ১ আগস্ট ২০২৫ থেকে এ পর্যন্ত যারা আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন, শুধু তারাই পুনরায় আবেদন করতে পারবেন। একজন আমদানিকারক মাত্র একবার আবেদন করার সুযোগ পাবেন।
বাজারের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।