আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন দলটির নেতাকর্মীরা।
সোমবার (২৯ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
একই দিন দুপুরে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে তার উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হেলালুজ্জামান তালুকদার লালু জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, হামিদুল হক চৌধুরী হিরু, কেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, জাহিদুল ইসলাম হেলাল, এনামুল হক নতুন, এনামুল হক শাহীন, আব্দুর রহিম পিন্টু, এনামুল হক সুমন, জাহাঙ্গীর আলম, আবু হাসান, সরকার মুকুল, রাকিবুল ইসলাম শুভ, হাবিবুর রশিদ সন্ধান প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়া বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মীর শাহে আলম, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আবদুল মুহিত তালুকদার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোশারফ হোসেন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) গোলাম মোহাম্মদ সিরাজ এবং বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে গোলাম রব্বানী, বগুড়া-৩ আসনে নূর মোহাম্মদ আবু তাহের, বগুড়া-৪ আসনে জামায়াতের ড. মোস্তফা ফয়সাল পারভেজ, বগুড়া-৫ আসনে জামায়াতের দবিবুর রহমান ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জামায়াতের মাওলানা শাহাদাতুজ্জামান নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। বগুড়া সদর আসনে বাসদের প্রার্থী দিলরুবা নূরী তার মনোনয়নপত্র জমা দেন।
এছাড়া বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার পক্ষে কেন্দ্রীয় সদস্য আবদুর রাজ্জাক মনোনয়নপত্র জমা দেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান মনোনয়নপত্রটি গ্রহণ করেন। এ সময় নাগরিক ঐক্যের জেলা সদস্য মশিউর রহমান পিয়াল, শিবগঞ্জ উপজেলা সদস্য মাহবুব মোরশেদ হিরা প্রমুখ উপস্থিত ছিলেন।
বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বগুড়ার সাতটি সংসদীয় আসনে মোট ৫৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে তফশিল ঘোষণার পর থেকে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও তাদের মনোনয়নপত্র দাখিল করেন।