January 15, 2026, 9:04 pm

বাংলাদেশকে নিয়ে সেমিফাইনালে শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : Tuesday, December 16, 2025
  • 126 Time View

১২তম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সোমবার (১৫ ডিসেম্বর) ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হারায় নেপালকে। এই জয়ে ২ ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশের যুবারা। কারণ নিজেদের প্রথম ম্যাচে আফগানদের ৩ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।

একই দিন আফগানিস্তানের মুখোমুখি হয় শ্রীলঙ্কা। সমীকরণ ছিল, আফগানদের বিপক্ষে জিতলেই বাংলাদেশকে নিয়ে সেমিতে জায়গা করে নেবে লঙ্কানরা।

নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়ে সেমি নিশ্চিত করে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ২৩৫ রান করে আফগানিস্তান। জবাবে ৪৯.২ ওভারে ৮ উইকেটে ২৩৮ রান করে তারা। ।

বাংলাদেশের মত ২ ম্যাচে ৪ পয়েন্ট আছে শ্রীলঙ্কারও। তবে রান রেটে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে আছে লঙ্কানরা। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৮ উইকেটে হারিয়েছিল তারা।

আগামী ১৭ ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ওই ম্যাচের জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলতে নামবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com