মহান বিজয় দিবসে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাস্যুটিং করবেন। তাদের মধ্যে একজন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।
একটি ছবি পোস্ট করে আশিক চৌধুরী লিখেন, স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষে আমরা ৫৪ জন আগামী ১৬ ডিসেম্বর ঢাকার আকাশ থেকে ঝাঁপ দেব ইনশাআল্লাহ। সঙ্গে থাকবে লাল সবুজের পতাকা।
বিডার নির্বাহী চেয়ারম্যান আরও লিখেন, সব ঠিক থাকলে টিম বাংলাদেশ গড়বে নতুন একটি বিশ্ব রেকর্ড। সবাই আমন্ত্রিত।
আগেও লাল সবুজের পতাকা হাতে ৪১ হাজার ফুট উচ্চতা থেকে ঝাঁপিয়ে পড়ে সফলভাবে পৃথিবীতে অবতরণ করেন আশিক চৌধুরী। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২০২৪ সালের ২৫ মে সকাল পৌনে ৯টায় মেমফিসে ৪১ হাজার ফুট উঁচু থেকে ঝাঁপ দিয়ে লাল সবুজের পতাকা হাতে মাটিতে সফলভাবে নেমে আসেন তিনি। সফল স্কাইডাইভিং দেশবাসীকে উৎসর্গ করেন আশিক চৌধুরী।
তিনিসহ ৭১ জন ডাইভার অংশ নেন দুঃসাহসিক ওই অভিযানে। আর এজন্য সেনা এবং বিমান বাহিনীর সহায়তা নিতে হয় তাদের।
উইসকনসিন স্কাইডাইভিং সেন্টারের তথ্যমতে, সাধারণত স্কাইডাইভাররা মাটির ৮ থেকে ১৩ হাজার ফুট উপর থেকেই লাফ দেন। ১৫ হাজার ফুট ওপরে গেলে বাড়তি অক্সিজেনের প্রয়োজন হয়। ৩০ হাজার ফুটের ওপর থেকে সাধারণ সামরিক বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা ছাড়া কেউ ডাউভ করেন না।