স্পোর্টস ডেস্ক:
আসন্ন আইপিএল ২০২৬ আসরে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের অংশগ্রহণ নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক ও সামাজিক টানাপোড়েনের চলমান স্পর্শকাতর পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) তাড়াহুড়ো না করে, ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ভারতের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার মোহাম্মদ কাইফ।
বর্তমানে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি উপলক্ষে দুবাইয়ে অবস্থানরত কাইফ ‘টাইমস অফ ইন্ডিয়া’কে দেয়া এক সাক্ষাৎকারে জানান, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং এ নিয়ে আগ বাড়িয়ে মন্তব্য করা ঠিক হবে না।
তিনি বলেন, আমি গত ২-৩ সপ্তাহ ধরে দুবাইয়ে আছি, তাই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা নেই। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, তা সম্পূর্ণ বিসিসিআই দেখছে। তারাই সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেবে।
কাইফ আরও যোগ করেন, সামাজিক মাধ্যম বা জনমত অনেক সময় প্রশাসনিক প্রক্রিয়ার চেয়ে দ্রুত গতিতে চলে। কিন্তু বাস্তব পরিস্থিতি বিবেচনায় বিসিসিআই’কে সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দেওয়া উচিত।
বিসিসিআই কর্মকর্তা নিশ্চিত করেছেন, মুস্তাফিজের অংশগ্রহণের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নির্দেশনা বা নিষেধাজ্ঞা আসেনি। তবে শনিবার ভারতীয় বোর্ডের নির্দেশনাকেই আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়ার ঘোষণা দেয় তাঁর দল কলকাতা নাইট রাইডার্স।
মোহাম্মদ কাইফ তার বক্তব্যের শেষে পুনরায় জোর দিয়ে বলেন, বিসিসিআই বড় বড় লিগ পরিচালনা করে, তারা জানে কীভাবে পরিস্থিতি সামাল দিতে হয়। আমাদের উচিত শুধু অপেক্ষা করা এবং দেখা।